চীজ ব্রেড টোস্ট (Cheese bread toast recipe In Bengali)

Itikona Banerjee
Itikona Banerjee @chef_iti_12
বেহালা .. কোলকাতা -১৪১

#GA4
#Week23
এই সপ্তাহের ধাঁধা থেকে আমি আরো একটা শব্দ "Toast "বেছে নিলাম। সকালের জলখাবার এ হেলদি এই রেসিপি টি অসাধারণ। বেশী কিছু ঝামেলা ছাড়াই এই চীজ ব্রেড টোস্ট বানানো যায়। বাচ্চা বড় সকলের খুব পছন্দের।

চীজ ব্রেড টোস্ট (Cheese bread toast recipe In Bengali)

#GA4
#Week23
এই সপ্তাহের ধাঁধা থেকে আমি আরো একটা শব্দ "Toast "বেছে নিলাম। সকালের জলখাবার এ হেলদি এই রেসিপি টি অসাধারণ। বেশী কিছু ঝামেলা ছাড়াই এই চীজ ব্রেড টোস্ট বানানো যায়। বাচ্চা বড় সকলের খুব পছন্দের।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১০ মিনিট
১ জন
  1. ৪ স্লাইস পাউরুটি বা ব্রেড
  2. ২ টি চীজ কিউব
  3. ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  4. ১ চা চামচ চিলি ফ্লেক্স
  5. ২ টেবিল চামচ বাটার /মাখন
  6. ১ চিমটি লবণ

রান্নার নির্দেশ সমূহ

১০ মিনিট
  1. 1

    প্রথমে সব জিনিস হাতের সামনে গুছিয়ে নিতে হবে।

  2. 2

    এবার একটা ব্রেড স্লাইস এর মধ্যে ১চা চামচ বাটার লাগিয়ে ওর মধ্যে চীজ গ্রেট করে দিয়ে, আর একটু উপর থেকে চিলি ফ্লেক্স আর গোলমরিচ গুঁড়ো,সামান্য লবণ দিয়ে ওর উপর এ আর ও একটা ব্রেড স্লাইস বসিয়ে দিতে হবে। এবার গ্যাসে একটা প্যান বসিয়ে গরম হলে ওর ১ চা চামচ বাটার দিয়ে ব্রেড স্লাইস টা বসিয়ে উপর থেকে একটা চাপা দিতে হবে।

  3. 3

    ৫ মিনিট পর চাপা খুলে উল্টো পিঠ টা ও সেকে নিতে হবে। ঠিক ঐ একি পদ্দ্বতিতে অন্য টা ও বানিয়ে নিতে হবে। এবার ঐ প্যানে ১ চামচ সাদা তেল বা সরষে তেল দিয়ে একটা ডিম দিয়ে আর উপর থেকে ১চিমটি লবণ, গোলমরিচ গুঁড়ো আর একটু কাশ্মীরী লঙ্কা গুঁড়ো দিয়ে পোচ বানিয়ে নিলেই আমার তৈরি হয়ে যাবে সকালের হেলদি ব্রেক ফাস্ট। এতে সময় ও কম লাগে আর খুব কম উপকরণ দিয়ে বানানো যায়।

  4. 4

    এবার একটা প্লেটে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Itikona Banerjee
Itikona Banerjee @chef_iti_12
বেহালা .. কোলকাতা -১৪১
আমি রান্না করতে খুব ভালো বাসি। প্রতিটি রান্না আলাদা আলাদা ভাবে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি।
আরও পড়ুন

Similar Recipes