ডিম টোষ্ট (dim toast recipe in Bengali)

Sampa Nath
Sampa Nath @SR93

#GA4
#week23
এই সপ্তাহের ধাঁধা থেকে আমি টোষ্ট বেছে নিয়েছি।

ডিম টোষ্ট (dim toast recipe in Bengali)

#GA4
#week23
এই সপ্তাহের ধাঁধা থেকে আমি টোষ্ট বেছে নিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৪ স্লাইস ব্রেড
  2. ২টো ডিম
  3. ১ টা পেঁয়াজ কুচি
  4. ১ টা কাঁচা লঙ্কা কুচি
  5. ১ টেবিল চামচ ধনেপাতা কুচি
  6. ১ টেবিল চামচ দুধ
  7. স্বাদ মত লবণ
  8. ১চা চামচ টমেটো কুচি
  9. ১চিমটি হলুদ গুঁড়ো
  10. প্রয়োজন অনুযায়ীভাজার জন্য সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    একটা বড় পাত্রে ডিম ভেঙে ওর মধ্যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, লবণ,১চিমটি হলুদ ও দুধ দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে।

  2. 2

    তাওয়া তে তেল গরম করে, একটা করে ব্রেড ডিমের গোলায় ডুবিয়ে তেলে দিয়ে মিডিয়াম আঁচে ভাজতে হবে।

  3. 3

    দুপিঠ সোনালী করে ভেজে তুলে নিয়ে সস্ দিয়ে গরম গরম পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sampa Nath

Similar Recipes