চকলেট কোল্ডকফি (Chocolate cold coffee recipe in bengali)

Nandita Mukherjee
Nandita Mukherjee @cook_nandita7

#ICD

আন্তর্জাতিক দিবস উপলক্ষে আমি আরও একটি সুস্বাদু চকলেট কোল্ড কফি রেসিপি শেয়ার করছি।

চকলেট কোল্ডকফি (Chocolate cold coffee recipe in bengali)

#ICD

আন্তর্জাতিক দিবস উপলক্ষে আমি আরও একটি সুস্বাদু চকলেট কোল্ড কফি রেসিপি শেয়ার করছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৭ মিঃ
১ জন
  1. ১ কাপ ফুলক্রিম দুধ
  2. ১ চা চামচ কফি
  3. ২ চা চামচ চিনি
  4. ২ চা চামচ উষ্ণ গরম জল
  5. ২ চা চামচ গুঁড়ো দুধ
  6. ১ চা চামচ ফ্রেশ ক্রিম
  7. পরিমাণ মতকয়েকটি বরফের কিউব
  8. ২ চা চামচ চকলেট সিরাপ
  9. ১ চা চামচ গ্রেট করা চকলেট

রান্নার নির্দেশ সমূহ

৭ মিঃ
  1. 1

    সবার আগে দুধ ভালো করে ফুটিয়ে পুরু করে ঠান্ডা হলে ফ্রিজে ঠান্ডা করে নিলাম।হাতের কাছে সব রেডি করে নিলাম। আমার চকলেট সিরাপ নেই বলে ক্যাটবেরি গলিয়ে সিরাপ করে কাজটা চালিয়ে নিয়েছি। চকলেট গলিয়ে নিয়ে গ্লাসের ভেতরে চামচ দিয়ে সিরাপ লাগিয়ে নিয়ে গ্লাস ৪/৫ মিঃ নরমাল ফ্রিজে রেখেছিলাম। এরপর একটা বাটিতে কফি নিলাম।

  2. 2

    চিনি ও উষ্ণ গরম জল দিয়ে মিশিয়ে নিলাম। চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম।

  3. 3

    এবার গ্রাইন্ডারের বড় জার নিয়ে দুধ নিলাম এবং ওর মধ্যে গুঁড়ো দুধ টা দিলাম,ফ্রেশ ক্রিম দিলাম।

  4. 4

    কফির মিশ্রণ ও বরফ কিউব দিয়ে জারের ঢাকা বন্ধ করে হায় স্পিডে ১-১.৫ মিঃ গ্রাইন্ড করে নিয়ে নিলাম।

  5. 5

    ফ্রিজ থেকে ডেকরেট করা গ্লাস বের করে ঢেলে দিয়ে ওপর থেকে সামান্য কফি পাউডার ও ১ চামচ গ্রেট করা চকলেট দিয়ে সাজিয়ে ঠাণ্ডা ঠাণ্ডা চকলেট কোল্ডকফি পরিবেশন করলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Nandita Mukherjee
Nandita Mukherjee @cook_nandita7

মন্তব্যগুলি

Similar Recipes