
আমি এটা একদিন বৃষ্টির দিনে রাত্রে ডিনারে বানিয়েছিলাম।
এতে আমি পেঁয়াজ,রসুন,আদা,টম্যাটো,নুন,কাঁচালঙ্কা,কাজু,সব একসঙ্গে ভেজে পেস্ট করে নিয়েছিলাম।আর চিকেন টা টকদই ও কসুরি মেথি দিয়ে মেখে কিছুক্ষণ রেখেছিলাম।আর সব রান্নার পর আমি ওপরে গোলমরিচ গুঁড়ো ও বাটার দুটোই দিয়েছিলাম।
এই রান্নাটা খুব সুস্বাদু হয়েছিল।
ধন্যবাদ আপনাকে।
এতে আমি পেঁয়াজ,রসুন,আদা,টম্যাটো,নুন,কাঁচালঙ্কা,কাজু,সব একসঙ্গে ভেজে পেস্ট করে নিয়েছিলাম।আর চিকেন টা টকদই ও কসুরি মেথি দিয়ে মেখে কিছুক্ষণ রেখেছিলাম।আর সব রান্নার পর আমি ওপরে গোলমরিচ গুঁড়ো ও বাটার দুটোই দিয়েছিলাম।
এই রান্নাটা খুব সুস্বাদু হয়েছিল।
ধন্যবাদ আপনাকে।