মটনের পাতলা ঝোল (mutton er patla jhol recipe in Bengali)

Manami Sadhukhan Chowdhury
Manami Sadhukhan Chowdhury @cook_12370899
Barrackpore, Kolkata, West Bengal

মটনের পাতলা ঝোল (mutton er patla jhol recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

60 মিনিট
2 জনের জন্য
  1. 500গ্রাম মটন
  2. 1/2চা চামচ গোটা জিরা
  3. 2টো শুকনো লঙ্কা
  4. 1টা তেজপাতা
  5. 1/4কাপ সরিষার তেল
  6. 1টেবিল চামচ রসুন বাটা
  7. 2চা চামচ আদা বাটা
  8. 2চা চামচ জিরা গুঁড়ো
  9. 1চা চামচ ধনে গুঁড়ো
  10. 1/2চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো
  11. 2চা চামচ টক দই
  12. 1চা চামচ গরম মসলা গুঁড়ো
  13. 1/2চা চামচ হলুদ গুঁড়ো
  14. স্বাদমতো নুন
  15. 2টো মাঝারি মাপের পেঁয়াজ কুচি করে কাটা

রান্নার নির্দেশ সমূহ

60 মিনিট
  1. 1

    মটনের টুকরোগুলোকে আদা বাটা,রসুন বাটা, নুন, টক দই, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কাগুঁড়ো ও অল্প তেল দিয়ে ভাল করে মেখে 15 মিনিট ম্যারিনেট করুন।

  2. 2

    কড়াইতে তেল বাকি তেল গরম করে নিয়ে ওর মধ্যে গোটা জিরা,শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন দিন।

  3. 3

    একটু নেড়ে নিন,ফোড়নের সুগন্ধ বের হলে ওর মধ্যে পেঁয়াজকুচি যোগ করুন ও নাড়তে থাকুন।

  4. 4

    ভাজতে ভাজতে পিয়াজ টা একটু লাল হয়ে এলে ওর মধ্যে ম্যারিনেটেড মটন টা যোগ করুন।

  5. 5

    এইভাবে 5 মিনিট রান্না করুন এবং পুরো মিশ্রণটি একটি প্রেসার কুকারে স্থানান্তরিত করুন।

  6. 6

    প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে মটন সেদ্ধ হওয়া না পর্যন্ত সিটি দিন।

  7. 7

    মটন সেদ্ধ হয়ে গেলে মিশ্রণটি একটি কড়াইতে ঢেলে নিন এবং গরম মসলা ছড়িয়ে মিশিয়ে নিন।

  8. 8

    সাদা ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন মটনের পাতলা ঝোল।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Manami Sadhukhan Chowdhury
Barrackpore, Kolkata, West Bengal

Similar Recipes