ডিমছাড়া চকোলেট ডোনাট(eggless chocolate doughnut recipe in Bengali)

Anupama Paul
Anupama Paul @cook_021992
serampore

#কিডস স্পেশাল রেসিপি

ডিমছাড়া চকোলেট ডোনাট(eggless chocolate doughnut recipe in Bengali)

#কিডস স্পেশাল রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ২ কাপ ময়দা
  2. ২ চা চামচ ঈস্ট
  3. ১/৪ কাপ চিনি
  4. ১/২ কাপ ঈষ‌ৎ উষ্ণ দুধ
  5. ২ টেবিল চামচ গলানো মাখন
  6. ১ চা চামচ তেল
  7. ১০০ গ্রাম চকোলেট
  8. ৫০ গ্রাম হুইপড্ ক্রিম
  9. প্রয়োজন অনুযায়ীভাজার জন্য সাদা তেল
  10. প্রয়োজন অনুযায়ীবেলার জন্য সামান্য শুকনো ময়দা

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে ঈষৎ উষ্ণ গরম দুধে চিনি আর ইস্ট মিশিয়ে গরম জায়গায় ১৫ মিনিট রেখে দিতে হবে যাতে ইস্ট সক্রিয় হয়ে যায়।

  2. 2

    এরপর ১৫ মিনিট পর একটি পাত্রে ময়দা,ইস্টের মিশ্রণ আর গলানো মাখন দিয়ে খুব ভালো করে মাখতে হবে। অন্তত ৮-১০ মিনিটের জন্য ভালো করে ঠাসতে হবে।

  3. 3

    এরপর মাখা ময়দার ওপর তেল মাখিয়ে ঢাকা দিয়ে কোনো গরম জায়গায় ২ ঘন্টার জন্য রাখতে হবে যাতে ময়দাটা ফুলে পরিমাণে দ্বিগুণ হয়ে যায়।

  4. 4

    ২ ঘন্টা পর ময়দা মাখাটা পরিমাণে দ্বিগুণ হয়ে গেলে আরো একবার ২ মিনিটের জন্য ঠেসে নিতে হবে।

  5. 5

    এরপর মাখা ময়দা থেকে ৪টে বড়ো লেচি করে সামান্য শুকনো ময়দা ছড়িয়ে বড়ো করে হাফ ইঞ্চি মোটা করে বেলে নিতে হবে।

  6. 6

    এরপর কোনো বাটি দিয়ে গোল করে কেটে তারপর মাঝখানটা কোনো ছোট বোতলের ঢাকা দিয়ে কেটে নিতে হবে ডোনাটের আকারে।

  7. 7

    এরপর সব ডোনাট কাটা হলে ৩০ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে।

  8. 8

    এরপর গরম তেলে ভেজে নিয়ে ঠান্ডা করে নিতে হবে।

  9. 9

    ডার্ক চকোলেট আর ক্রিম একসাথে গলিয়ে ডোনাটগুলি আর্ধেক ডুবিয়ে ইচ্ছামত সাজিয়ে নিলেই তৈরী।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Anupama Paul
Anupama Paul @cook_021992
serampore

Similar Recipes