পনির মশালা (Paneer Masala recipe in Bengali)

OINDRILA BHATTACHARYYA
OINDRILA BHATTACHARYYA @cook_24450101
Kolkata

#ebook2
জামাই ষষ্ঠী উপলক্ষে দূর্দান্ত স্বাদের পনির এর এই পদটি উৎসবের ভোজ কে আরো লোভনীয় করে তোলে।

পনির মশালা (Paneer Masala recipe in Bengali)

#ebook2
জামাই ষষ্ঠী উপলক্ষে দূর্দান্ত স্বাদের পনির এর এই পদটি উৎসবের ভোজ কে আরো লোভনীয় করে তোলে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
২ জন
  1. ২০০ গ্ৰাম পনির
  2. ১ টি মাঝারি চৌকো করে কাটা ক্যাপ্সিকাম কুচি
  3. ২ টি মাঝারি চৌকো করে কাটা পেঁয়াজ কুচি
  4. পনির মশালার মশালা বানানোর উপকরণ
  5. ১ চা চামচ গোটা জিরা
  6. ২ টি এলাচ
  7. ৪-৫ টি গোলমরিচ
  8. ১ টি ছোট টমেটো কুচি
  9. ২ টি ছোট পেঁয়াজ কুচি
  10. ২-৩ টি কাঁচা লঙ্কা
  11. গ্ৰেভির উপকরণ
  12. ৩ টেবিল চামচ তেল
  13. ১ টি তেজপাতা
  14. ১ টি ছোট দারচিনি র টুকরো
  15. ১ চা চামচ হলুদ গুঁড়া
  16. ২ চা চামচ ধনে গুঁড়া
  17. ১ চা চামচ লঙ্কার গুঁড়া
  18. ১চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া
  19. ২ টেবিল চামচ ফ্রেস ক্রিম
  20. ১/৪ চা চামচ গরম মসলা গুঁড়া
  21. স্বাদ মতনুন
  22. স্বাদ মতচিনি
  23. প্রয়োজন অনুযায়ীজল
  24. ১ টেবিল চামচ ধনেপাতা কুচি

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    পনির মশালা বানানোর জন্য পনির কে চৌকো আকারে পিস করে কেটে নুন, লঙ্কার গুঁড়া এবং তেল দিয়ে ম্যারিনেট করে ফ্রাই প্যানে তেল দিয়ে দুই সাইড ২-৩ মিনিটের জন্য ভেজে তুলে নিতে হবে।

  2. 2

    এরপর চৌকো করে কেটে রাখা ক্যাপ্সিকাম এবং পিঁয়াজ এর টুকরো গুলো কে ও ফ্রাই প্যানে নরম হবা অবধি ভেজে তুলে নিতে হবে।

  3. 3

    পনির মশালার মশালা বানানোর জন্য কড়াইতে তেল দিয়ে তাতে গোটা জিরা,এলাচ, গোলমরিচ, কাঁচা লঙ্কা,টমেটো কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে ৪-৫ মিনিট নাড়াচাড়া করে নামিয়ে ঠাণ্ডা করে মিক্সার এ ভালো করে পেস্ট করে নিতে হবে।

  4. 4

    এরপর ফ্রাই প্যানে গোটা তেজপাতা ও দারচিনি ফোড়ন দিয়ে তাতে পেস্ট করে রাখা মশলা দিয়ে ৩-৪ মিনিট নাড়াচাড়া করে হলুদ গুঁড়া, কাশ্মীরি লঙ্কার গুঁড়া,ধনে গুঁড়া, শুকনো লঙ্কার গুঁড়া,গরম মশলা গুঁড়া এবং স্বাদ মত নুন চিনি দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিতে হবে।

  5. 5

    এরপর মশলা কষানো হয়ে গেলে ফ্রেস ক্রিম দিয়ে ভালো করে মিশিয়ে তাতে ভেজে রাখা পনির, ক্যাপ্সিকাম এবং পিঁয়াজ দিয়ে ১ কাপ মত জল দিয়ে ঢাকা দিয়ে ৫-৭ মিনিটের জন্য কষিয়ে নিতে হবে। এরপর উপরে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে ফেলতে হবে পনির মশালা।

  6. 6

    পোলাও, ফ্রায়েড রাইস, লুচি র সাইড ডিশ হিসাবে খুবই ভালো লাগে এই পনির মশালার রেসিপিটি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
OINDRILA BHATTACHARYYA
OINDRILA BHATTACHARYYA @cook_24450101
Kolkata
Ranna Korte khub I valobasi..
আরও পড়ুন

Similar Recipes