সর্ষে পাবদা (shorshe pabda recipe in Bengali)

Sunanda Majumder
Sunanda Majumder @cook_23481267

#ebook2 জামাই ষষ্ঠী
জামাইষষ্ঠীর দুপুরে ভাতের সাথে সরষে পাবদা একদম জমে যাবে।

সর্ষে পাবদা (shorshe pabda recipe in Bengali)

#ebook2 জামাই ষষ্ঠী
জামাইষষ্ঠীর দুপুরে ভাতের সাথে সরষে পাবদা একদম জমে যাবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪জন
  1. ৮টিপাবদা মাছ
  2. ১ টি টুকরোবেগুন
  3. ৩ টেবিল চামচসর্ষে বাটা (সাদা ও কালো সর্ষে কাঁচালঙ্কা একসাথে বাটা)
  4. ২ টেবিল চামচটক দই
  5. ৩ চা চামচধনেপাতা কুচি
  6. ৬ টেবিল চামচসর্ষের তেল
  7. স্বাদ মতনুন
  8. ১/৩ চা চামচচিনি
  9. ২ চা চামচহলুদ গুঁড়ো
  10. ২টিচেরা কাঁচালঙ্কা
  11. ১/৩ চা চামচকালো জিরে

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    মাছ ধুয়ে নুন হলুদ মেখে ভালোমতো ভেজে নিতে হবে সরষের তেলে।

  2. 2

    মাছ ভাজার পর যে তেল থাকবে তাতে বেগুনের টুকরোগুলো দিয়ে ভেজে তুলে নিন। এবার কালোজিরে ফোড়ন দিয়ে বেঁটে রাখা সর্ষে অল্প জলে গুলে ঢেলে দিন, নুন,চিনি,হলুদ গুঁড়ো দিন এবং কষতে থাকুন। টক দই ফেটিয়ে দিয়ে দিন, কষে তেল বেরিয়ে আসলে পরিমাণমতো জল দিন এবং ভাজা মাছ ও বেগুন গুলি দিয়ে দিন। চেরা কাঁচালঙ্কা দিন।

  3. 3

    ঝোল ফুটে গা মাখা হয়ে এলে ওপর থেকে ১টেবিল চামচ সর্ষের তেল ও ধনেপাতা ছড়িয়ে দিন ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করুন ।তারপর নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সর্ষে পাবদা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sunanda Majumder
Sunanda Majumder @cook_23481267

Similar Recipes