লুচি ও ফুলকপির রোস্ট (luchi o fulkopir roast recipe in Bengali)

Moonmoon Saha
Moonmoon Saha @cook_16455817

#GA4
#week7
এই সপ্তাহে র পাজল বক্স থেকে আমি ব্রেকফাস্ট অপশন টি বেছে নিয়েছি।
ব্রেকফাস্ট এ আমি করেছি, ফুলকপির রোস্ট, লুচি ।

লুচি ও ফুলকপির রোস্ট (luchi o fulkopir roast recipe in Bengali)

#GA4
#week7
এই সপ্তাহে র পাজল বক্স থেকে আমি ব্রেকফাস্ট অপশন টি বেছে নিয়েছি।
ব্রেকফাস্ট এ আমি করেছি, ফুলকপির রোস্ট, লুচি ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1ঘন্টা
3জন
  1. রোস্ট এর জন্য
  2. ১ টি বড় মাপেরফুলকপি টুকরো করে কাটা
  3. 1 কাপটক দই
  4. 2টেবিল চামচকাজু বাটা 2টেবিল চামচ
  5. 2টেবিল চামচআমন্ড বাটা 2টেবিল চামচ
  6. 1 চা চামচআদা বাটা
  7. 1 চা চামচকাঁচা লঙ্কা বাটা
  8. ১/২ চা চামচচিনি
  9. স্বাদ মতনুন
  10. 2 টেবিল চামচসাদা তেল
  11. 2টেবিল চামচঘি
  12. 1/2চা চামচগরম মসলা গুঁড়ো
  13. 1/2 চা চামচগোটা গরম মসলা
  14. 1 চা চামচলঙ্কা গুঁড়ো
  15. লুচির জন্য
  16. 2 কাপময়দা
  17. 2 টেবিল চামচসাদা তেল
  18. স্বাদ মতনুন ও চিনি

রান্নার নির্দেশ সমূহ

1ঘন্টা
  1. 1

    প্রথমে কড়াইতে তেল গরম করে তাতে ফুলকপি গুলো হাল্কা ভেজে নিতে হবে

  2. 2

    তার পর কড়াইতে 2টেবিল চামচ ঘি গরম করে তাতে গরম মসলা, শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ণ দিতে হবে।

  3. 3

    তারপর আদা বাটা, লঙ্কা বাটা, নুন চিনি, লঙ্কা গুড়ো দিতে হবে

  4. 4

    তারপর সব বাটা মসলা ও ফুলকপি দিয়ে, ভালো করে কষতে হবে

  5. 5

    কষা হলে পরিমাণ মতো জল দিয়ে নিবু আঁচে ঢাকা দিতে হবে। 15মি পর ঢাকা খুলে ফুলকপি সেদ্ধ হয়ে গেলে, উপর থেকে ঘি ও গরম মসলা গুড়ো ছড়িয়ে নামিয়ে নিতে হবে।

  6. 6

    এরপর লুচির জন্য ময়দা মেখে নিতে হবে।

  7. 7

    ছোট ছোট লেচি কেটে, পাতলা করে বেলে সাদা তেল এর ভেজে নিতে হবে।

  8. 8

    এবার প্লেটে লুচি, ফুলকপির রোস্ট, ও মিষ্টি সাজিয়ে ব্রেকফাস্ট এর প্লেট রেডি করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Moonmoon Saha
Moonmoon Saha @cook_16455817

Similar Recipes