রাঙা আলুর পরোটা (Ranga aloor porota recipe in Bengali)

Keya Mandal
Keya Mandal @cook_25675397
Chinsurah, Hooghly

#১লাফেব্রুয়ারি
আলুর পরোটা
রাঙা আলু শরীরের জন্য ভীষণ ভালো। প্রচুর ক্যালসিয়াম ফসফরাস আছে ।

রাঙা আলুর পরোটা (Ranga aloor porota recipe in Bengali)

#১লাফেব্রুয়ারি
আলুর পরোটা
রাঙা আলু শরীরের জন্য ভীষণ ভালো। প্রচুর ক্যালসিয়াম ফসফরাস আছে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20 মিনিট
4 জন
  1. 300 গ্রামরাঙা আলু
  2. 1চিমটি হিং
  3. 1 চা চামচগ্রেট করা আদা
  4. 4 কোয়ারসুন
  5. 1 চা চামচভাজা মসলা
  6. স্বাদ মতো চিনি আর নুন
  7. পরিমান মতোভাজবার জন্য তেল
  8. 250 গ্রামময়দা
  9. 1টেবিল চামচ ঘি

রান্নার নির্দেশ সমূহ

20 মিনিট
  1. 1

    ময়দাতে ঘি ময়ান দিয়ে মেখে নিতে হবে। রাঙা আলুর খোসা ছাড়িয়ে চাকা করে কেটে নিতে হবে। জিরে ধনে লঙ্কা জোয়ান ভেজে গুঁড়িয়ে নিতে হব।

  2. 2

    কড়াতে তেল দিয়ে আলু ভেজে তুলতে হবে। নামিয়ে গরমে গরমে চটকে মন্ড করে নিতে হবে। পরিমান মতো নুন মিষ্টি লেবুর রস ভাজা মসলা আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে চটকে মেখে নিয়ে লেচি করে নিতে হবে।

  3. 3

    ময়দা ঠেসে লেচি করে একটা লেচি নিয়ে আলুর পুর ভরে বেলতে হবে।

  4. 4

    তেল দিয়ে ভেজে ধনে পাতার চাটনি দিয়ে পরিবেশন করতে হবে। ধনে পাতা পুদিনা পাতা কাঁচা লঙ্কা বেটে নিতে হবে দই ভালো করে ফেটিয়ে নুন মিষ্টি দিয়ে বাটা মিশিয়ে চাটনি করে পরিবেশন করতে হবে।

  5. 5

    যারা এমনি আলু খেতে ভালোবাসে না তাদের এই রাঙা আলুর খাবার দারুন লাগবে।বিশেষ করে যাদের সুগার আছে তারা খেতে পারে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Keya Mandal
Keya Mandal @cook_25675397
Chinsurah, Hooghly

Similar Recipes