রাঙা আলুর পিঠে (ranga aloor pithe recipe in Bengali)

Moumita Bagchi
Moumita Bagchi @cook_24595492

#ebook2
#পৌষপার্বণ
পৌষ পার্বণে অনেক রকম পিঠে বানানো হয়, তার মধ্যে একটি অন্যতম হলো রাঙা আলুর পিঠে।

রাঙা আলুর পিঠে (ranga aloor pithe recipe in Bengali)

#ebook2
#পৌষপার্বণ
পৌষ পার্বণে অনেক রকম পিঠে বানানো হয়, তার মধ্যে একটি অন্যতম হলো রাঙা আলুর পিঠে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা
৬ জন
  1. ২৫০ গ্রাম রাঙা আলু
  2. ২০০ গ্রাম ময়দা
  3. ১০০ গ্রাম নারকেল কোরা
  4. ১০০ গ্রাম + ২ কাপচিনি ও চিনি রস বানানোর জন্য
  5. ২০০ গ্রাম খোয়া ক্ষীর
  6. ১/২ চা চামচ ছোটো এলাচ গুঁড়া
  7. ১/২ কাপ সাদা তেল
  8. ১/৪ কাপ ঘি
  9. ১ টেবিল চামচ সুজি
  10. পরিমাণমতো জল
  11. ১ চিমটি নুন

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা
  1. 1

    প্রথমে রাঙা আলু সিদ্ধ করতে হবে এবং ২ কাপ চিনি ও ২ কাপ জল ফুটিয়ে রস বানাতে হবে।

  2. 2

    আলু ঠান্ডা হলে ময়দার সঙ্গে মিশিয়ে মাখতে হবে। ময়দার সঙ্গে ১ টেবিল চামচ তেল ও ১ টেবিল চামচ সুজি, ১ চিমটে নুন দিয়ে সব কিছু একসঙ্গে মাখতে হবে। প্রয়োজন হলে সামান্য জল দিতে পারেন। এই ভাবে একটি ডো বানাতে হবে। ডো টি ১৫-২০ মিনিট ঢেকে রাখতে হবে।

  3. 3

    এবার কড়াইতে খোয়া ক্ষীর, নারকেল কোরা, ১০০গ্রাম চিনি, একটু ছোটো এলাচ গুঁড়ো দিয়ে পাক করে একটি পুর বানাতে হবে।

  4. 4

    এবার কড়াইতে তেল ও ঘি একসঙ্গে গরম করতে হবে। ময়দার ডো থেকে ছোটো ছোটো লেচি কেটে লুচির মতো বেল তে হবে।

  5. 5

    এখন অল্প ক্ষীরের পুর লুচির মাঝে রেখে লুচিটি মুড়ে বন্ধ করে দিতে হবে। এর আকার গোল বা লম্বা চাপটা যেকোনো রাখা যায়, আমি গোল করে দিয়েছি।

  6. 6

    এবার এটি তেলে হালকা বাদামি করে ভাজতে হবে।

  7. 7

    ভাজা হলে উঠিয়ে গরম চিনির রসে ফেলতে হবে। চিনির রসেও একটু ছোটো এলাচ গুরো দিতে পারেন। ২-৩ মিনিট পর রস থেকে উঠিয়ে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Moumita Bagchi
Moumita Bagchi @cook_24595492

Similar Recipes