চিকেন ভেজিটেবল স্যুপ (chicken vegetable soup recipe in Bengali)

Maitrayee Bandyopadhyay
Maitrayee Bandyopadhyay @cook_27225214


চিকেন ভেজিটেবল স্যুপ এর জন্য লাগবে চিকেন সফ্ট পিস দশটা ছোটো পিস।
আমি তেল ছাড়া সব একসাথে রাইস কুকারের মধ্যে বসিয়ে সেদ্ধ করেছি আধঘন্টা।এটা আমি মোমোর জন্য করেছি ।তবে খুব ভালো লাগে এমনি খেতেও। আমি স্বাস্থ্যের কারনে এটায় কোনো তেল বা লঙ্কা দিই নি।তবে পরিবেশনের সময় চিলি ফ্লেক্স বা মাখন দেয়া যায়। আমি একটু অরিগ্যানো দিয়েছি ।

চিকেন ভেজিটেবল স্যুপ (chicken vegetable soup recipe in Bengali)


চিকেন ভেজিটেবল স্যুপ এর জন্য লাগবে চিকেন সফ্ট পিস দশটা ছোটো পিস।
আমি তেল ছাড়া সব একসাথে রাইস কুকারের মধ্যে বসিয়ে সেদ্ধ করেছি আধঘন্টা।এটা আমি মোমোর জন্য করেছি ।তবে খুব ভালো লাগে এমনি খেতেও। আমি স্বাস্থ্যের কারনে এটায় কোনো তেল বা লঙ্কা দিই নি।তবে পরিবেশনের সময় চিলি ফ্লেক্স বা মাখন দেয়া যায়। আমি একটু অরিগ্যানো দিয়েছি ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

আধ ঘন্টা
চারজন এর জন্য
  1. ২ টো পেঁয়াজ কুচি
  2. ৮ টা রসুন কুচি
  3. ৩০০ গ্রাম চিকেন টুকরো
  4. ১/২ চা চামচ নুন
  5. ১/২ চা চামচ চিনি
  6. ১ চা চামচ মাখন
  7. ১ চা চামচ অরিগ্যানো
  8. ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  9. সব্জী টুকরো
  10. ১/২ বাঁধাকপি কুচি
  11. ৩ টেবিল চামচ গাজর কুচি
  12. ৪ টে বেবী কর্ন কুচি,
  13. ১ টা ক্যাপ্সিকাম টুকরো
  14. ১/২ কাপ টমেটো

রান্নার নির্দেশ সমূহ

আধ ঘন্টা
  1. 1

    আমি তেল ছাড়া সব একসাথে রাইস কুকারের মধ্যে বসিয়ে সেদ্ধ করেছি আধঘন্টা।এটা আমি মোমোর জন্য করেছি ।তবে খুব ভালো লাগে এমনি খেতেও। আমি স্বাস্থ্যের কারনে এটায় কোনো তেল বা লঙ্কা দিই নি।তবে পরিবেশনের সময় চিলি ফ্লেক্স বা মাখন দেয়া যায়। আমি একটু মাখন ও অরিগ্যানো দিয়েছি ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Maitrayee Bandyopadhyay
Maitrayee Bandyopadhyay @cook_27225214
আমি একজন সঙ্গীতশিল্পী এবং লেখিকা। রান্না আমার শখ। বিভিন্ন রকম রান্না আমি নিজের উদ্ভাবনী শক্তি দিয়ে তৈরি করি। খাওয়াতে ভালোবাসি,খেতেও ভালোবাসি।। ভারতবর্ষের নানারকম রান্না আমি পছন্দ করি,কন্টিনেন্টাল ও খুব পছন্দ।
আরও পড়ুন

Similar Recipes