চিকেন স্যুপ (Chicken Soup recipe in Bengali)

Chameli Chatterjee
Chameli Chatterjee @cook_23071175

#শীতকালীনস্যুপ
এই স্যুপ টি লাঞ্চ বা ডিনার এর জন্য একদম পারফেক্ট। ভীষণ হেলদি এবং টেস্টি।

চিকেন স্যুপ (Chicken Soup recipe in Bengali)

#শীতকালীনস্যুপ
এই স্যুপ টি লাঞ্চ বা ডিনার এর জন্য একদম পারফেক্ট। ভীষণ হেলদি এবং টেস্টি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১/৪কাপচিকেন
  2. ১চা চামচ তেল/বাটার
  3. ১চা আদা কুচি
  4. ১টাপেঁয়াজ কুচি
  5. ৭-৮টা কোয়া কুচিরসুন
  6. ১চা চামচগোলমরিচ গুঁড়ো
  7. স্বাদ মতোনুন
  8. ১চা চামচকর্ণ ফ্লাওয়ার
  9. ২ টেবিল চামচ গাজর কুচি
  10. ২টেবিল চামচক্যাপ্সিকাম কুচি
  11. ১টাডিমের সাদা অংশ

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে কড়াইতে তেল বা বাটার দিয়ে তাতে রসুন কুচি,পেঁয়াজ কুচি,আদা কুচি দিয়ে একটু নেড়ে নিয়ে চিকেনের টুকরো গুলো দিয়ে ভালোভাবে নাড়তে হবে।

  2. 2

    এবার জল দিয়ে একটু সেদ্ধ করে নিতে হবে।তারপর ঢাকা খুলে ছাঁকনি দিয়ে ছেঁকে স্টক টা আলাদা করে রাখতে হবে। আবার একটা কড়াইতে অল্প বাটার দিয়ে তাতে সব সবজি গুলো দিতে হবে। একটু নাড়া চাড়া করে চিকেন টা দিয়ে নুন, গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়তে হবে।

  3. 3

    এবার চিকেন স্টক টা দিয়ে তাতে ডিমের সাদা অংশ টা দিয়ে ভালোভাবে নাড়তে হবে। এবার একটা বাটিতে কনফ্লাওয়ার গুলে নিয়ে স্যুপে ঢেলে দিতে হবে। একটু ঘন হয়ে এলে নামিয়ে গরম গরম পরিবেশন করতে হবে চিকেন স্যুপ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Chameli Chatterjee
Chameli Chatterjee @cook_23071175

Top Search in

Similar Recipes