চিকেন কর্ন স্যুপ (chicken corn soup recipe in Bengali)

Jhulan Mukherjee
Jhulan Mukherjee @Jhulan_91

#শীতকালীনস্যুপ

এই চিকেন কর্ন স্যুপ টি তৈরী করা খুব সহজ আর প্রতিদিনের ডায়েট থাকা খুব সাস্থ্যকর

চিকেন কর্ন স্যুপ (chicken corn soup recipe in Bengali)

#শীতকালীনস্যুপ

এই চিকেন কর্ন স্যুপ টি তৈরী করা খুব সহজ আর প্রতিদিনের ডায়েট থাকা খুব সাস্থ্যকর

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
2-3 জন
  1. 100 গ্রামচিকেন (বোনলেস)
  2. 1 কাপস্যুইট কর্ন
  3. 2টেবিল চামচ গাজর কুচি
  4. 2টেবিল চামচ বিন্স কুচি
  5. 2টেবিল চামচ পেঁয়াজ শাক কুচি
  6. 1 টি ছোটো পেঁয়াজ কুচি
  7. 4-5কোয়া রসুন কুচি
  8. 1 টিডিমের সাদা অংশ
  9. স্বাদ অনুযায়ীনুন ও চিনি
  10. স্বাদমতোগোলমরিচ গুঁড়ো
  11. 1 চা চামচবাটার /মাখন
  12. 1টেবিল চামচ কর্নফ্লাওয়ার

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    প্রথমেই চিকেন পিস গুলো জলে নুন,গোলমরিচ দিয়ে সেদ্ধ করে চিকেন পিস গুলো ছাড়িয়ে নিতে হবে।

  2. 2

    এরপর কিছুটা সুইট কর্ন মিক্সিতে পেস্ট করে নিতে হবে।

  3. 3

    প্যানে বাটার দিয়ে রসুন কুচি দিয়ে সামান্য নাড়াচাড়া করে পেঁয়াজ কুচি ও সামান্য পেঁয়াজ শাক কুচি দিয়ে হালকা ভেজে গাজর বিন্সটা দিয়ে সামান্য ভেজে কর্ন পেস্ট দিয়ে নাড়াতে হবে।

  4. 4

    এরপর চিকেন সেদ্ধ করা জল টা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে স্রেডেড চিকেন টা দিয়ে আর কিছুক্ষণ ফোটানোর পর ডিম টা দিয়ে সাথে সাথেই ভালো করে নাড়িয়ে নিতে হবে।

  5. 5

    এরপর কর্নফ্লাওয়ার গোলা জল দিয়ে একবার ফুটে উঠলে ঘন হয়ে গেলে গ্যাস বন্ধ করে গরম গরম পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jhulan Mukherjee
Jhulan Mukherjee @Jhulan_91

Similar Recipes