ধোঁকার ডালনা (dhokar dalna recipe in Bengali)

Swagata Biswas
Swagata Biswas @cook_16763977

#ফেব্রুয়ারি৩
#ধোঁকারডালনা
ধোকার ডালনা ভিশন প্রিয় প্রায় সবার ই নিরামিষ এর দিনে এই খাবারের জুড়ি মেলা ভার

আরও পড়ুন
রেসিপি এডিট করুন
See report
শেয়ার

উপকরণ

1 ঘণ্টা
3 জন
  1. 1 প্যাকেটকেনা ধোকা মিক্স
  2. 2 টাআলু টুকরো করে কাটা
  3. প্রয়োজন মতোসর্ষের তেল
  4. স্বাদ অনুযায়ীনুন
  5. 2টেবিল চামচ আদা বাটা
  6. 1টেবিল চামচ জিরে গুঁড়ো
  7. 1টেবিল চামচ কাশ্মীরি মিরচ গুঁড়ো
  8. 1 চা চামচলাল লঙ্কার গুঁড়ো
  9. 1টেবিল চামচ হলুদ গুঁড়ো
  10. 1টেবিল চামচ ধনে গুঁড়ো
  11. 1 টাতেজপাতা
  12. 2 টাসবুজ এলাচ
  13. 1 টাদারচিনি
  14. 2 টালবঙ্গ
  15. 1 চা চামচসাদা জিরে গোটা
  16. 1টেবিল চামচ গরম মশলা গুঁড়ো
  17. 4টেবিল চামচ ঘী
  18. স্বাদমতোচিনি

রান্নার নির্দেশ সমূহ

1 ঘণ্টা
  1. 1

    প্রথমে ধোকা মিক্স টাকে পরিমাণ মতো জল ও নুন ও সামান্য চিনি মিলিয়ে ভাল করে মিলিয়ে নিতে হবে ।।আধ ঘণ্টা রেখে দিতে হবে

  2. 2

    কড়াইতে সর্ষের তেল দিয়ে ধোকা মিক্স গোলা টা দিয়ে কম আঁচ করে ভেজে নিতে হবে

  3. 3

    একটা থালায় তেল মাখিয়ে ওর ওপর ভাজা টা ঢেলে সেট করে নিতে হবে

  4. 4

    ছুরি নিয়ে যেমন শেপ এ ইচ্ছে কেটে নিতে হবে

  5. 5

    এরপর করাইতে আবার তেল দিয়ে টুকরো গুলো লাল করে ভেজে নিতে হবে

  6. 6

    ওই তেলেই তেজপাতা ও গোটা গরম মসলা ও সাদা জিরে ফোড়ন দিয়ে আলু নুন ও হলুদ দিয়ে ভেজে নিয়ে গরম মসলা গুঁড়ো ছাড়া সব মসলা জলে গুলে দিতে হবে..চিনি ও সামান্য দিতে হবে

  7. 7

    আলু সিদ্ধ হয়ে এলে ধোকা ভাজা গুল দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নুন মিস্টি দেখে নিয়ে গরম মসলা গুড়া ও ঘি দিয়ে নামিয়ে নিতে হবে

প্রতিক্রিয়াগুলি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

দ্বারা রচিত

Swagata Biswas
Swagata Biswas @cook_16763977

Similar Recipes