সয়াবিনের ধোঁকার ডালনা (soyabeaner dhokar dalna recipe in Bengali)

Lisha Ghosh
Lisha Ghosh @cook_16475292

#ফেব্রুয়ারি৩
# ধোঁকার ডালনা
নিরামিষ রেসিপি তে সয়াবিন দিয়ে ধোকা তৈরী করে ধোকার ডালনা তৈরী করলাম ,হেল্দি ও টেষ্টি

সয়াবিনের ধোঁকার ডালনা (soyabeaner dhokar dalna recipe in Bengali)

#ফেব্রুয়ারি৩
# ধোঁকার ডালনা
নিরামিষ রেসিপি তে সয়াবিন দিয়ে ধোকা তৈরী করে ধোকার ডালনা তৈরী করলাম ,হেল্দি ও টেষ্টি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪জনের জন্য
  1. ধোকার জন্য লাগবে
  2. ১.৫ কাপ সয়াবিন পেষ্ট
  3. ৩টেবিল চামচসর্ষে তেল
  4. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  5. ৩ টেবিল চামচ বেসন
  6. স্বাদ অনুযায়ীলবণ ও চিনি
  7. গ্ৰেভির জন্য লাগবে
  8. ২টেবিল চামচ আদা বাটা
  9. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  10. ৪ টেবিল চামচ ভাজা গোটা জিরা,সা মরিচ, দারচিনি,শুকনোলঙ্কা,তেজপাতা,গুড়ো
  11. স্বাদ মতলবণ,চিনি
  12. ১/২ কাপসর্ষে তেল

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    একটা পাত্রে তেল গরম করে তাতে সয়াবিন পেষ্ট লবণ,চিনি ও হলুদ দিয়ে নেড়ে নিতে হবে

  2. 2

    বেসন দিয়ে সয়াবিন কাই করে নিতে হবে,

  3. 3

    একটা পাত্রে ছড়িয়ে ঠাণ্ডা করে চৌকো করে কেটে নিতে হবে,

  4. 4

    তেলে ধোকা ভেজে নিতে হবে

  5. 5

    আদা বাটা,হলুদ,লবণ,চিনি দিয়ে ভালো করে কষিয়ে পরিমাণ মত জল দিয়ে নেড়ে ভাজা মশলা দিয়ে নাড়াচাড়া করে ভালো করে ফুটিয়ে গ্ৰেভী তৈরী করে নিতে হবে,

  6. 6

    গ্ৰেভী ধোকার ওপরে ছড়িয়ে দিলেই তৈরী সয়াবিনের ধোকার ডালনা

  7. 7

    এবার একটা পাত্রে সাজিয়ে পরিবেশনের জন্য তৈরী সয়াবিনের ডোকার ডালনা

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Lisha Ghosh
Lisha Ghosh @cook_16475292
আমার রান্না করতে ভালো লাগে
আরও পড়ুন

Similar Recipes