ম্যাগি দিয়ে আমেরিকান চপসুয়ে (Maggi chop suey recipe in Bengali)

Keya Nayak
Keya Nayak @cook_12214370

ম্যাগি দিয়ে আমেরিকান চপসুয়ে (Maggi chop suey recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫ মিনিট
১ জনের জন্যে
  1. ১ প্যাকেট ম্যাগি
  2. ১ চা চামচ ম্যাগি হট অ্যান্ড সুইট টম্যাটো সস
  3. ১/২ চা চামচ সোয়া সস
  4. ১ চা চামচ চিলি সস
  5. ১ চা চামচ কাপসিকো সস
  6. ১/৪ গাজর সরু সরু করে কাটা
  7. ১/৪ ক্যাপ্সিকাম সরু সরু করে কাটা
  8. ১ টেবিল চামচ বাঁধাকপি সরু করে কুচি
  9. ১ চা চামচ রসুন কুচি
  10. ১/২ চা চামচআদা কুচি
  11. ১টা ছোট্ট পেঁয়াজ
  12. স্বাদ অনুযায়ী নুন
  13. প্রয়োজন মতসাদা তেল
  14. ১/২ চা চামচ চিনি
  15. ৩ টেবিল চামচ কর্ণফ্লাওয়ার
  16. ১ চা চামচ ধনে পাতা কুচি
  17. ১ টেবিল চামচ মটর শুঁটি

রান্নার নির্দেশ সমূহ

১৫ মিনিট
  1. 1

    ম্যাগী অল্প জলে সেদ্ধ করে নিতে হবে। তারপর জল ঝরিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে।

  2. 2

    জল ঝরে গেলে ২ টেবিল চামচ কর্ণফ্লাওয়ার মাখিয়ে নিয়ে, গরম তেলে দিয়ে ভেজে নিতে হবে । মুচ মুচে করে ভেজে তুলে নিতে হবে।

  3. 3

    গাজর, বাঁধাকপি ও মটর শুঁটি হালকা ভাপিয়ে নিতে হবে। অন্য পাত্রে অল্প তেল দিয়ে আদা ও রসুন কুচি দিয়ে নেড়ে পেঁয়াজ কুচি দিয়ে টস করে নিতে হবে।

  4. 4

    তারপর কাপসিকাম দিয়ে নেড়েচেড়ে ভাপিয়ে রাখা সবজি দিয়ে ভেজে একে একে ম্যাগী মসলা, হট অ্যান্ড সুইট টম্যাটো সস, সোয়া সস, চিলি সস, কপসিকো সস দিয়ে দিতে হবে।

  5. 5

    তারপর চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কর্ণফ্লাওয়ার গুলে দিয়ে দিতে হবে। কর্ণফ্লাওয়ার দিয়ে ফুটে উঠলে গ্যাস অফ করে দিতে হবে।

  6. 6

    একটা সার্ভিং পাত্রে ভেজে রাখা ম্যাগী রেখে তার ওপর বানিয়ে রাখা সস ঢেলে দিতে হবে। ওপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দিতে হবে। তাহলেই রেডি ম্যাগী আমেরিকান চপসয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Keya Nayak
Keya Nayak @cook_12214370

Similar Recipes