ম্যাগি বিরিয়ানি (Maggi Biriyani Recipe in Bengali)

Antara Roy
Antara Roy @Antara_1990
Kolkata

ম্যাগি বিরিয়ানি (Maggi Biriyani Recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫মিনিট
১ জন
  1. ১/৪ কাপ পেঁয়াজ স্লাইস করে কেটে রাখা
  2. ৫ টাকড়াইশুঁটির মটর বের করে রাখা
  3. ২ টেবিল চামচ ক্যাপ্সিকাম টুকরো
  4. ২ টেবিল চামচ গাজর টুকরো
  5. ১ টি কাঁচালঙ্কা কুচি
  6. ১ চা চামচআদা রসুন বাটা
  7. ৪ টে বিন্স টুকরো করে রাখা
  8. ১ চা চামচ পেঁয়াজ বেরেস্তা (অপশনাল)
  9. প্রয়োজন মততেল
  10. ১ প্যাকেট ম্যাগি
  11. ১ প্যাকেট ম্যাগি মশলা
  12. ১/৪চা চামচ হলুদ গুঁড়ো
  13. ১/২ চা চামচ ধনে গুঁড়ো
  14. ১/২ চা চামচ শুঁকনো লঙ্কা গুঁড়ো
  15. ১/৪চা চামচ বিরিয়ানি মশলা
  16. ১ টা গোটা শুঁকনো লঙ্কা
  17. ১ টা তেজপাতা
  18. ১/৪ চা চামচ গোটা জিরে
  19. স্বাদ মতনুন
  20. প্রয়োজন মতজল

রান্নার নির্দেশ সমূহ

২৫মিনিট
  1. 1

    সব সবজি টুকরো করে ধুয়ে এবং বেরেস্তা বানিয়ে রাখা আছে।

  2. 2

    ২ চা চামচ টকদই ফেটিয়ে নিতে হবে।

  3. 3

    কড়াইতে তেল গরম করে তেজপাতা, শুঁকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে হাল্কা ভেজে আদা রসুন বাটা ও বাকি সব সবজি গুলো একে একে দিয়ে দিতে হবে।

  4. 4

    সবজি গুলো ২-৪ মিনিট ভেজে নিয়ে টকদই দিয়ে মিশিয়ে একে একে সব মশলা এবং নুন দিয়ে কষিয়ে ১-১.৫ কাপ জল দিয়ে ফুটে উঠলে ম্যাগি মশলা মিশিয়ে নিতে হবে।

  5. 5

    ম্যাগি মশলা দিয়ে মিশিয়ে নিয়েই ম্যাগি টা দিয়ে কয়েক সেকেন্ড পর উল্টে দিয়ে ঢাকা দিয়ে হতে দিতে হবে ৪ মিনিট মতো।

  6. 6

    এরপর সব জল শুকিয়ে গেলে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে ওপর দিয়ে বেরেস্তা আর ১/৮ ম্যাগি মশলা ছড়িয়ে নিলেই রেডি গরম গরম স্পাইসি টেস্টি বিরিয়ানি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Antara Roy
Antara Roy @Antara_1990
Kolkata

Similar Recipes