বড়ি দিয়ে পাঁচমেশালি সব্জির ছেঁচকি (bori diye panchmishali sabjir chenchki recipe in Bengali)

আমি পূর্ণ
আমি পূর্ণ @cook_29097396

বড়ি দিয়ে পাঁচমেশালি সব্জির ছেঁচকি (bori diye panchmishali sabjir chenchki recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৬ জন
  1. ১০০ গ্রাম বড়ি
  2. ১টা বেগুন
  3. ১ টা কাঁচকলা
  4. ২০০ গ্রাম শিম
  5. ২০০ গ্রাম সজনে ডাঁটা
  6. প্রয়োজন অনুযায়ীকয়েক টুকরো কুমড়ো
  7. পরিমাণ মতসর্ষের তেল
  8. ২ টেবিল চামচ কালোজিরে
  9. ২ টেবিল চামচ আদাবাটা
  10. ২ টো শুকনো লঙ্কা
  11. ২টো তেজপাতা
  12. ১ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো
  13. ২টেবিল চামচ কাশ্মীরী লঙ্কার গুঁড়ো
  14. পরিমাণ মতনুন ও চিনি

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে কড়াইতে তেল গরম করে তাতে বড়ি ভেজে তুলে রাখতে হবে। এরপর লম্বা ও ছোট করে কাটা বেগুন গুলো ভেজে তুলে রাখতে হবে।

  2. 2

    এরপর কড়াইতে আবার তেল দিয়ে গরম করে তাতে কালোজিরে, শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন দিয়ে ভেজে তাতে বাকি সব্জি গুলো ভাল করে ভেজে আদা বাটা, নুন,চিনি, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে একটু জল এর ছিটে দিয়ে কষে এবার আরেকটু জল দিয়ে বড়ি ও বেগুন গুলো সব দিয়ে দিতে হবে যাতে,যদি কোনো সব্জি কাঁচা থাকে তাহলে ঐ জলে যাতে সেদ্ধ হয়ে যায় ।

  3. 3

    অবশ্যই ছেঁচকি টা শুকনো ও তেলা তেলা হবে।। এবার বেশ শুকিয়ে এলে নামিয়ে নিয়ে পরিবেশন করতে হবে গরম ভাত, রুটি, লুচি, পরোটার সাথে এই পদ টি । খুবই সুস্বাদু ।। সব্জি খুব ভাল করে ভাজতে হবে যাতে জল খুব কম লাগে, যাতে ছেঁচকি টা ভাজা ভাজা হয় ।।এতে হলুদ এর প্রয়োজন নেই।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
আমি পূর্ণ

Similar Recipes