আমের চাটনি (aamer chutney recipe in Bengali)

Kamala Dey
Kamala Dey @cook_26781201

আমের চাটনি (aamer chutney recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০মিনিট
৪-৫ জন
  1. ৪০০গ্রামআম
  2. ৩০০গ্রামচিনি
  3. ৩টিশুকনো লঙ্কা
  4. ১চা চামচমেথি
  5. ১/২ চা চামচনুন
  6. ১চা চামচসর্ষের তেল
  7. ১চিমটেপাঁচফোড়ন

রান্নার নির্দেশ সমূহ

৩০মিনিট
  1. 1

    আম গুলো খোসা সমেত তার বাংলা করে কেটে নুন জলে ১০মিনিট ভিজিয়ে রাখতে হবে।তার পর কড়াইতে নুন জল ও হলুদ দিয়ে অর্ধেক সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হলে জল ঝড়িয়ে নিতে হবে।

  2. 2

    এরপর কড়াইতে তেল দিয়ে তাতে পাঁচফোড়ন ও একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে সেদ্ধ আম গুলো দিয়ে দিতে হবে ও জল দিতে হবে।তারপর এতে চিনি দিয়ে ৬মিনিট মতো ফুটতে দিতে হবে।

  3. 3

    শুকনো কড়াইতে শুকনো লঙ্কা ও মেথি ভেজে তা গুঁড়ো করে নিতে হবে। এরপর আম গুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেলে ওপর থেকে এই গুঁড়ো মশলা ছড়িয়ে দিলে তৈরি আমের চাটনি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Kamala Dey
Kamala Dey @cook_26781201

Similar Recipes