পনির স্টাফ্ড পেঁয়াজ (Paneer Stuffed Peyaj recipe in Bengali)

Luna Bose
Luna Bose @khanawithluna

#রোজকারসব্জী #পেঁয়াজ
#Week1

পেঁয়াজের খাদ্যগুণ আমাদের সবারই জানা । এতে ভিটামিন B6 এবং পটাশিয়াম থাকে। এছাড়া পেঁয়াজ অ্যান্টিডিহাইড্রেন্ট হিসেবে কাজ করে । পনির দিয়ে স্টাফ করা পেঁয়াজ খুবই সুস্বাদু। স্টার্টার অথবা স্ন্যাকস হিসেবে খুবই উপাদেয়

পনির স্টাফ্ড পেঁয়াজ (Paneer Stuffed Peyaj recipe in Bengali)

#রোজকারসব্জী #পেঁয়াজ
#Week1

পেঁয়াজের খাদ্যগুণ আমাদের সবারই জানা । এতে ভিটামিন B6 এবং পটাশিয়াম থাকে। এছাড়া পেঁয়াজ অ্যান্টিডিহাইড্রেন্ট হিসেবে কাজ করে । পনির দিয়ে স্টাফ করা পেঁয়াজ খুবই সুস্বাদু। স্টার্টার অথবা স্ন্যাকস হিসেবে খুবই উপাদেয়

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1 ঘণ্টা
3 জন
  1. 3 টিবড়ো পেয়াঁজ
  2. 100 গ্রামপনির গ্রেট করা
  3. 1/4 চা চামচজিরে
  4. 1 টিকাঁচা লঙ্কা কুচি
  5. 1/2 চা চামচআদা বাটা
  6. 1/4 চা চামচরসুন বাটা
  7. 1/2 চা চামচজিরে গুঁড়ো
  8. 1 চা চামচধনে গুঁড়ো
  9. 1/4 চা চামচগরম মশলা গুঁড়ো
  10. স্বাদ অনুযায়ীলঙ্কা গুঁড়ো
  11. স্বাদ মতনুন
  12. 1 টিছোট টমেটো ছোট টুকরো করে কাটা
  13. 2টেবিল চামচ ক্যাপ্সিকাম মিহি করে কাটা
  14. প্রয়োজন মতধনে পাতা কুচি
  15. প্রয়োজন মততেল

রান্নার নির্দেশ সমূহ

1 ঘণ্টা
  1. 1

    পেঁয়াজের উপরের ও তলার দিক ফ্ল্যাট করে কেটে নিন। তারপর খোসা ছাড়িয়ে ভেতরটা স্কুপ করে বাটির আকার দিন। উপরের অংশ ও ভেতর থেকে স্কুপ করা পেঁয়াজ রেখে দিন। কিছুটা পেঁয়াজ আমরা ফিলিং এর জন্য ব্যবহার করবো। একটি পাত্রে অল্প নুন ও তেল মিশিয়ে পেঁয়াজের ভেতরে ও বাইরে ব্রাশ দিয়ে মাখিয়ে দিন

  2. 2

    কড়াইয়ে তেল গরম করে জিরে ও কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে প্রয়োজন মতো পেঁয়াজ দিয়ে নরম হওয়া অবধি ভাজুন। এবার আদা ও রসুন বাটা মিশিয়ে দিয়ে ধনে, জিরে, লঙ্কা ও গরম মশলা গুঁড়ো দিয়ে ভাজুন।

  3. 3

    এবার টমেটো ও ক্যাপ্সিকাম যোগ করে মশলার সাথে মিশিয়ে দিয়ে পনির, ধনেপাতা ও নুন মিশিয়ে দিয়ে গ্যাস অফ করে দিন।

  4. 4

    ফিলিং পেঁয়াজের ভেতর স্টাফ করে দিন। উপরের অংশ দিয়ে ঢেকে দিন।

  5. 5

    এবার 180° সেন্টিগ্রেডে প্রিহিট করা ওভেনে বেক করুন 20 মিনিট। তারপর 5 মিনিট গ্রিল করুন। পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Luna Bose
Luna Bose @khanawithluna

Similar Recipes