ছোলার ডাল ও ধোঁকার ডালনা (cholar dal o dhokar dalna recipe in Bengali)

Rumpa Mandal
Rumpa Mandal @cook_19700319

#fml
এখানে আমি পরোটার সাথে হিং ফোড়ন দিয়ে ছোলার ডাল আর ধোঁকা র ডালনা পরিবেশন করেছি।।

ছোলার ডাল ও ধোঁকার ডালনা (cholar dal o dhokar dalna recipe in Bengali)

#fml
এখানে আমি পরোটার সাথে হিং ফোড়ন দিয়ে ছোলার ডাল আর ধোঁকা র ডালনা পরিবেশন করেছি।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১কাপমটর ডাল
  2. ১/২চা চামচআদা বাটা
  3. ১চিমটিহিং
  4. ১/২চা চামচ কালোজিরা
  5. স্বাদ অনুযায়ীনুন
  6. প্রয়োজন অনুযায়ীসাদা তেল ভাজার জন্য।
  7. ১টাআলু
  8. ১টাটমেটো
  9. ১/২ চা চামচলঙ্কা গুঁড়ো
  10. ১/৪চা চামচ হলুদ গুঁড়ো
  11. ১/২ চা চামচধনে জিরে গুঁড়া
  12. ১/৪ চা চামচগরম মসলা গুঁড়া
  13. ১/২ চা চামচগোটা জিরে ফোঁড়নের জন্য

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে ডাল ভিজিয়ে রাখতে হবে ৪/৫ঘণ্টা।তারপর বেটে তার মধ্যে কলোজিরে হিং ও দিয়ে ফেটিয়ে নিতে হবে।

  2. 2

    এরপর কড়াই তে তেল গরম করে তাতে ওই মিশ্রণ টা ঢেলে একটু নেড়ে থালা তে ছড়িয়ে ঠাণ্ডা করে ছুরির সাহায্যে কেটে সাদা তেল এ ভেজে তুলে নিতে হবে।

  3. 3

    এরপর কড়াই তে আরো একটু তেল দিয়ে তাতে গোটা জিরে ফোড়ন দিয়ে আদা বাটা দিয়ে একে একে সব মসলা দিয়ে ডুমো করে কাটা আলু দিয়ে ভাজতে হবে।

  4. 4

    এরপর পরিমাণ মত জল দিয়ে ধোঁকা গুলো দিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে।

  5. 5

    এরপর ঝোল মাখা মাখা হলে ওপর থেকে গরম মসলা গুঁড়া ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Rumpa Mandal
Rumpa Mandal @cook_19700319

মন্তব্যগুলি

Similar Recipes