ঝিঙে পোস্ত(jhinge posto recipe in Bengali)

Jharna Shaoo
Jharna Shaoo @jharnashaoo_01

ঝিঙে পোস্ত(jhinge posto recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫ মিনিট
৩জনের জন্য
  1. ৩ টি ঝিঙে
  2. ২ টোআলু
  3. ২৫গ্ৰাম পোস্ত
  4. ১টি শুকনো লঙ্কা
  5. ১/৪ চা চামচ পাঁচ ফোড়ন
  6. স্বাদ মতনুন
  7. ১/২চা চামচ হলুদ গুঁড়ো
  8. ৭-৮টি কাঁচা লঙ্কা
  9. ৭-৮চা চামচ সর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

১৫ মিনিট
  1. 1

    প্রথমে ঝিঙে ও আলু সাইজ করে কেটে ভালো করে ধুয়ে নিতে হবে।

  2. 2

    এবার মিক্সিতে পোস্তদানা শুকনো অবস্থায় বেঁটে নিতে হবে। তারপর স্বাদমতো লঙ্কা ও সামান্য জল দিয়ে মসৃণ করে বেঁটে নিতে হবে।

  3. 3

    এরপর কড়াতে পরিমাণ মতো তেল গরম করে পাঁচ ফোরন ও শুকনো লঙ্কা ফোরন দিয়ে ঝিঙে ও আলু একটু ভাজা ভাজা করে নিয়ে স্বাদমতো নুন ও হলুদ গুঁড়ো এবং অল্প জল দিয়ে দশ মিনিট গ্যাসের আঁচ কম করে ঢাকা দিয়ে রাখতে হবে।

  4. 4

    এরপর ঢাকা খুলে ঝিঙে আলু সিদ্ধ হয়ে এলে, চারটি চেরা কাঁচা লঙ্কা ও পরিমাণ মতো কাঁচা সরষের তেল দিয়ে নাড়াচাড়া করে,জল শুকিয়ে এলে গ্যাস অফ করে দিতে হবে।

  5. 5

    এবার তৈরি ঝিঙে আলু পোস্ত। গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Jharna Shaoo
Jharna Shaoo @jharnashaoo_01
আমি রান্না করতে ভালবাসি, নিত্য নতুন রান্না কুকপ্যাড থেকে শিখে বানানোর চেষ্টা করি।
আরও পড়ুন

Similar Recipes