ছোলার ডাল দিয়ে আলু এঁচোড় ডালনা(Chola dal diye aloo enchor dalna recipe in bengali)

Dipa Bhattacharyya
Dipa Bhattacharyya @cook_15471589

#eb
ছোলার ডাল দিয়েআলু এঁচোর ডালনা

ছোলার ডাল দিয়ে আলু এঁচোড় ডালনা(Chola dal diye aloo enchor dalna recipe in bengali)

#eb
ছোলার ডাল দিয়েআলু এঁচোর ডালনা

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

35 মিনিট
5 জন
  1. 1 টা ছোট এঁচোড় টুকরো করে কাটা
  2. 2 টাআলু ছোট টুকরো করে কাটা
  3. 4টেবিল চামচ ছোলার ডাল
  4. 1টেবিল চামচ আদা বাটা
  5. 1 টাটমেট কুচি করে কাটা
  6. 1টেবিল চামচ ধনে গুঁড়ো
  7. 1টেবিল চামচ জিরে গুঁড়ো
  8. 1টেবিল চামচ লঙ্কা গুঁড়ো
  9. 1 চা চামচহলুদ গুঁড়ো
  10. 1 চা চামচ গরম মশলা গুঁড়ো
  11. স্বাদ মতনুন মিষ্টি
  12. পরিমাণ মততেল
  13. 1টেবিল চামচ ঘি
  14. 1 চা চামচগোটা জিরে
  15. 1 টাতেজপাতা
  16. 1 টাশুকনো লংকা
  17. পরিমাণ মতকাঁচা লঙ্কা

রান্নার নির্দেশ সমূহ

35 মিনিট
  1. 1

    এচর সেদ্ধ করে জল ফেলে দিতে হবে।

  2. 2

    ছোলার ডাল ভিজিয়ে রাখতে হবে

  3. 3

    কুকারে তেল গরম হলে আলু আর এচর ভেজে তুলে রাখতে হবে

  4. 4

    ওই তেলে জিরে তেজপাতা শুকনোলঙ্কা ফোরণ দিতর হবে

  5. 5

    তারপর আদা বাটা দিতে হবে।1 মিনিট নাড়িয়ে টোমেট কুচি দিতে হবে টমেট গোলে গেলে সব গুড়ো মশলা দিতে হবে

  6. 6

    তারপর ভেজে রাখা এচর আলু ছোলার দল দিয়ে কষাতে হবে।
    য়েল ছেড়ে গেলে জল নুন মিস্টি
    দিয়ে কুকারের ঢাকা দিতে হবে

  7. 7

    প্রয়োজন মতো সিটি দিয়ে গ্যাস অফ করে দিতে হবে

  8. 8

    কুকার ঠান্ডা হলে ঢাকনা খুলে র একটু ফোটাতে হভ।তারপর ঘি কাঁচা লংকা ভেঙ্গে দিয়ে নামিয়ে নিতে হভ

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Dipa Bhattacharyya
Dipa Bhattacharyya @cook_15471589

Similar Recipes