কলার বড়া (ব্যনানা ফৃটার্স) (Kolar bora recipe in Bengali)

Suchismita Barman
Suchismita Barman @cook_30992213

#শাড়ীকাহন #কুকপ্যাড #Sarekahon

কলার বড়া (ব্যনানা ফৃটার্স) (Kolar bora recipe in Bengali)

#শাড়ীকাহন #কুকপ্যাড #Sarekahon

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
৪ জনের জন্য
  1. ৬টিপাকা কলা
  2. ১কাপময়দা
  3. ১/২ কাপচাল গুঁড়ি
  4. ২ চা চামচ সুজি
  5. ১ কাপদুধ
  6. ৬চা চামচচিনি
  7. ২/৩টিএলাচ থেঁতো
  8. ১ চা চামচ মৌরি
  9. ২ চা চামচনারকেল গুঁড়ো
  10. পরিমাণ মতোকাজু,কিসমিস ড্রাই ফ্রুটস্
  11. ১চিমটিনুন

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    একটি বড় বাটি তে পাকা কলা,ময়দা,চালগুড়ী,সুজি সমেত সব উপকরন মিশিয়ে নিতে হবে।

  2. 2

    মিশ্রণ টি দুধ দিয়ে ভালো করে মেখে নিয়ে ওর মধ্যে মশলা ও কাজু তথা সব দিয়ে নরম ডো তৈরী করতে হবে।

  3. 3

    গ্যাস অন করে কড়াই তে তেল গরম করতে হবে

  4. 4

    এবার মিশ্র ন থেকে ছোটো হাতা করে গোলা নিয়ে গরম তেলে ভাজতে হবে।

  5. 5

    লাল লাল করে ভেজে টিস্যু পেপার দিয়া ডিশ এ তুলতে হবে।

  6. 6

    সাজানো র জন্য বড়া গুলোর ওপর ভাঙা ড্রাই ফ্রুটস্ দিয়ে সাজিয়ে দিতে ভুলবেন না।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Suchismita Barman
Suchismita Barman @cook_30992213

মন্তব্যগুলি

Similar Recipes