ছাতুর পুর ভরা খাস্তা  কচুরি (chatur pur vora khasta kochuri recipe in bengali)

Subhajit Chatterjee
Subhajit Chatterjee @Subhajit

#as
#week2
বর্ষাকাল মানে বৃষ্টির সাথে এটা ওটা খাবার বায়না। এবং বৃষ্টিমুখর বর্ষার বিকেলে এরকম খাস্তা কচুরি বানিয়ে বাড়ির সকলের মন জয় করা যেতে পারে।

ছাতুর পুর ভরা খাস্তা  কচুরি (chatur pur vora khasta kochuri recipe in bengali)

#as
#week2
বর্ষাকাল মানে বৃষ্টির সাথে এটা ওটা খাবার বায়না। এবং বৃষ্টিমুখর বর্ষার বিকেলে এরকম খাস্তা কচুরি বানিয়ে বাড়ির সকলের মন জয় করা যেতে পারে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০
১-২
  1. ১ কাপ ময়দা
  2. প্রয়োজন মতোতেল
  3. ১/৩ চা চামচ বেকিং সোডা
  4. ১/২ চা চামচ কালো জিরে
  5. ১ চা চামচ গোটা জিরে
  6. ১ চা চামচ আমচুর পাউডার
  7. ১ চা চামচরসুন বাটা
  8. ১/২চা চামচআদা বাটা
  9. ১ কাপ ছোলার ছাতু
  10. স্বাদমতোলবণ
  11. ১ চা চামচ চিনিি
  12. ২-৩ টি কাঁচা লঙ্কা কুচি

রান্নার নির্দেশ সমূহ

৩০
  1. 1

    প্রথমে ময়দার সাথে স্বাদমতো লবণ, কালোজিরে, খাবার সোডা ও এক চামচ তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে অল্প অল্প গরম জল দিয়ে একটি ডো বানিয়ে নিতে হবে। উপরে তেল বুলিয়ে এটি ঢাকা দিয়ে রাখতে হবে 15 মিনিট।

  2. 2

    এবার কড়াইয়ে শুকনো অবস্থায় ছোলার ছাতু একটু নেড়ে নিয়ে নামিয়ে রাখতে হবে।

  3. 3

    এবার কড়াইয়ে তেল দিয়ে তারমধ্যে একটুও জোয়ান দিয়েে আদা বাটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালভাবে ভেজে নিয়ে, তারমধ্যে ছাতু টা দিয়ে দিতে হবে। স্বাদমতো লবণ ও চিনি দিতে হবে। সবকিছু সঙ্গে ছাতু ভালোভাবে মিশিয়ে নিয়ে ঝরঝরে করে ভেজে নামিয়ে নিতে হবে, এবার এটিকে ঠান্ডা করে নিতে হবে।

  4. 4

    ময়দার থেকে অল্প একটু ময়দা নিয়ে লেচি কেটে বেলে নিতে হবে। এবার এর ভিতরে তৈরি করে রাখা ছাতুর পুর ভরতে হবে।

  5. 5

    এটা ইচ্ছেমত সেপ দেওয়া যায়। আমি এখানে মাঝখানে পুর টা দিয়ে,, দুদিক হাতে করে করে মুড়িয়ে নিয়েছি।

  6. 6

    এইভাবে যতগুলো ইচ্ছা তৈরি করে নিয়ে গরম ডুবো তেলে ভেজে তুলে নিতে হবে।

  7. 7

    তাহলেই তৈরি হয়ে গেল ছাতুর পুর ভরা খাস্তা কচুরি,,, এক কাপ গরম চায়ের সাথে বর্ষার বিকেল জমে যাবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Subhajit Chatterjee

মন্তব্যগুলি

Similar Recipes