আলু পটল ডালনা (Potato parwal dalna recipe in Bengali)

Tripti Mittra
Tripti Mittra @TriptiMittra

আলু পটল ডালনা (Potato parwal dalna recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1ঘণ্টা
4 সারভিংস
  1. ২ টিআলু ডুমো করে কাটা
  2. ৪ টি পটল ডুমো করে কাটা
  3. স্বাদমতোনুন
  4. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  5. ১টি টমেটো কুচি
  6. ২চা চামচ টমেটো সস
  7. ১ চা চামচ আখের গুড়
  8. ১ টা তেজ পাতা
  9. ১ টি শুকনো লঙ্কা
  10. ১চা চামচ জিরে
  11. ১ইঞ্চি আদা বাটা
  12. ১ চা চামচ গরম মশলা গুঁড়া
  13. ১ চা চামচ ঘী
  14. পরিমাণ মতোসরষের তেল
  15. ১ চিমটিহিং

রান্নার নির্দেশ সমূহ

1ঘণ্টা
  1. 1

    কড়াই তে সরষে তেল গরম করে তাতে পটল ভেজে তুলে রাখুন। আলু ভেজে তুলে রাখুন।

  2. 2

    গরম তেল লঙ্কা ও তেজ পাতা,জিরে ফরণ দিয়ে তাতে আদা বাটা, হিং ও টমেটো দিয়ে কসবো। ধনে জিরে গুঁড়া চাইলে দেওয়া যায় অল্প।

  3. 3

    এবার ভাজা সবজি দিয়ে কষিয়ে জল ও গুর দিয়ে সিদ্ধ হয়ে দেবো।সিদ্ধ হলে জল একটু ঘন হলে টমেটো সস ও ঘী ও গরম মসলা গুঁড়া মিশিয়ে আরো খানিক খন নেরে নামিয়ে গরম গরম পরিবেশন করবেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Tripti Mittra
Tripti Mittra @TriptiMittra

মন্তব্যগুলি

Similar Recipes