ডিমের পকোড়া (Dimer pakoda recipe in Bengali)

Dipika Saha
Dipika Saha @cook_26372960
Raiganj

#nv#week3 ডিমের পকোড়া ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে সহজেই কম সময়ে বানিয়ে নেয়া যায়।

ডিমের পকোড়া (Dimer pakoda recipe in Bengali)

#nv#week3 ডিমের পকোড়া ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে সহজেই কম সময়ে বানিয়ে নেয়া যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫মিনিট
2জন
  1. ১টা ডিম
  2. ৩টা পেঁয়াজ কুঁচি
  3. ৩/৪টা কাঁচা লঙ্কা কুঁচি
  4. ১/২চা চামচ চিলি ফ্লেক্স
  5. ১/২ চা চামচ আদা মিহি করে কুঁচনো
  6. ১/২ চা চামচ রসুন কুঁচি
  7. ৩চা চামচবেসন
  8. ২চা চামচ কর্নফ্লাওয়ার
  9. ১/২ চা চামচ গোলমরিচের গুঁড়ো
  10. প্রয়োজন মতধনেপাতা কুঁচি
  11. স্বাদমতোলবণ
  12. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  13. স্বাদ মতোকাশ্মীরী লঙ্কার গুঁড়ো
  14. ১ চা চামচজিরা গুঁড়ো
  15. ১ চা চামচধনেগুড়ো
  16. পরিমাণ মতো সাদাতেল

রান্নার নির্দেশ সমূহ

২৫মিনিট
  1. 1

    প্রথমে একটা মিক্সিং পাএে পেঁয়াজ কুঁচি, আদা কুঁচি,রসুনকুঁচি,লঙ্কা কুঁচি,বেসন,কর্নফ্লাওয়ার, জিরার গুড়া,ধনেগুড়ো,চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়ো, লবণ,হলুদ,কাশ্মীরী লঙ্কার গুড়ো সব খুব ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে।

  2. 2

    এরপর ডিমটা ফাটিয়ে দিতে হবে।

  3. 3

    আবার সব কিছু ভালো করে মিশিয়ে একটা গাঢ় মিশ্রণ তৈরি করতে হবে। (এতে জল ব্যবহার করা যাবে না।)

  4. 4

    একটা কড়াইয়ে সাদাতেল তেল গরম করে তাতে ডিমের মিশ্রণটা ছোট ছোট পকোড়া আকারে দিয়ে মিডিয়া আঁচে হাল্কা বাদামী করে ভেজে নিতে হবে ।

  5. 5

    ভাজা হলে তেল থেকে তুলে টিস্যু পেপারে উপর রেখে তেল ঝরিয়ে গরম গরম পরিবেশন করুন "ডিমের পকোড়া" চা এর সাথে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Dipika Saha
Dipika Saha @cook_26372960
Raiganj
রান্না করতে ভালোবাসি💖 আর নতুন নতুন রান্না করে খাওয়াতের খুব ভালোবাসি 😊.
আরও পড়ুন

Similar Recipes