পটল আলুর ডালনা (Potol Aalur Dalna recipe in Bengali)

Ruby Bose
Ruby Bose @rubyz2

পটল আলুর ডালনা (Potol Aalur Dalna recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট।
১০জন
  1. ৫০০ গ্রাম পটল (খোসা ছাড়িয়ে ডুমো করে কাটা)
  2. ২ টি আলু ডুমো করে কাটা
  3. ১ টি পিঁয়াজ বাটা আর ১/২ স্লাইস করে কাটা।
  4. ১/২ ইঞ্চি আদা বাটা
  5. ১টি টোম্যাটো বাটা
  6. ৪টি কাঁচালঙ্কা বাটা।
  7. ১/৪ চা চামচজিরা গুঁড়ো
  8. ১/৪ চা চামচ ধনে গুঁড়ো
  9. ১ চা চামচঘী
  10. ১/২ চা চামচগোটা জিরা
  11. ২টি তেজপাতা
  12. ১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো
  13. স্বাদমতোনুন
  14. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  15. ৩ টেবিল চামচ সরষের তেল
  16. ২ টি লবঙ্গ
  17. ২টি দারচিনি টুকরো
  18. ২ টি ছোটো এলাচি
  19. ১/৪ চা চামচ চিনি
  20. ১ চা চামচকাশ্মীরি লঙ্কা গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট।
  1. 1

    পটল ও আলু নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লংকার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে রাখতে হবে ৫ মিনিট।

  2. 2

    কড়াই তে তেল গরম করে জিরা ফোরণ দিয়ে ফোরণের গন্ধ বের হলে স্লাইস করা পিয়াজ বাদামি করে ভেজে পটল ও আলু দিয়ে মিডিয়াম আচে ঢাকা দিয়ে ভাজতে হবে। মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিতে হবে।

  3. 3

    ভাজা হয়ে গেলে নামিয়ে নিতে হবে। মিক্সিতে পিয়াজ, কাচাল্ংকা, আদা একসাথে অল্প জল দিয়ে বেটে নিতে হবে। জিরা, ধনে হলুদ গুঁড়ো একসাথে অল্প জল দিয়ে গুলে রাখতে হবে।

  4. 4

    আবার কড়াই তে তেল গরম করে গোটা মশলা তেজপাতা ফোরণ দিয়ে বাটা মশলা দিয়ে নাড়াচাড়া করে মশলার কাচা গন্ধ চলে গেলে জলে ভেজানো গুঁড়ো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।

  5. 5

    এরপর টোম্যাটো বাটা দিয়ে কষাতে হবে। তেল ছেড়ে আসলে ভাজা পটল ও আলু, চিনি দিয়ে নাড়াচাড়া করে উষ্ণ গরম জল দিয়ে দিতে হবে।

  6. 6

    হয়ে গেলে নামিয়ে নিয়ে ঘী ও গরম মশলা গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে ৫ মিনিট। তৈরী হয়ে গেলো পটল ও আলুর ডালনা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Ruby Bose
Ruby Bose @rubyz2
আমি রান্না করতে খুব ভালোবাসি।নতুন নতুন রান্না করা আমার শখ ও তার সাথে এক্সপেরিমেন্ট ও চলতে থাকে। বলা বাহুল্য খেতে ও ভালোবাসি।বিভিন্ন ধরনের আর নানা দেশের খাবার চেখে দেখা আমার দুর্বলতা বটে।
আরও পড়ুন

মন্তব্যগুলি

Sudha Agrawal
Sudha Agrawal @SudhaAgrawal_123
Wow
Hello ji🙋
If you like my recipes please like and comment and plz follow me😊😊

Similar Recipes