ইন্ডিয়ান ফ্ল্যাগ ক্যুকিজ (Indian flag cookies recipe in Bengali)

Jayita Barman
Jayita Barman @cook_30218093

ইন্ডিয়ান ফ্ল্যাগ ক্যুকিজ (Indian flag cookies recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০মিনিট
৮ থেকে ১০ জন
  1. 100 গ্রামআনসল্টেড বাটার
  2. 100 গ্রাম চিনি গুঁড়ো
  3. 2 টোডিমের কুসুম
  4. 1 চা চামচভ্যানিলা এক্সট্রাক্ট
  5. 200 গ্রামময়দা
  6. 1 চা চামচডিমের সাদা অংশ
  7. প্রয়োজন অনুযায়ী সাদা চকলেট এবং ব্লু ক্যান্ডি (গার্নিশিং এর কাজে ব্যবহৃত হবে)।

রান্নার নির্দেশ সমূহ

৩০মিনিট
  1. 1

    একটি বাটিতে ঘরের তাপমাত্রায় রাখা বাটার নিয়ে হালকা হাতে ফেটিয়ে নিতে হবে।

  2. 2

    এরপর চিনি গুঁড়ো মিশিয়ে ভালো করে পুরোটা ফেটিয়ে নিতে হবে ।

  3. 3

    তারপর এরমধ্যে ডিমের কুসুম টা দিয়ে দিতে হবে।

  4. 4

    পুরোটা মিশে গেলে এর মধ্যে অল্প অল্প করে ময়দা দিতে হবে লক্ষ্য রাখতে হবে পুরো জিনিসটি পাকিয়ে না যায়।

  5. 5

    এবারে ভ্যানিলা এক্সট্রাক্টটা মিশিয়ে দিলাম।

  6. 6

    পুরো জিনিসটাকে তিন ভাগে ভাগ করে একেক ভাগে সবুজ এবং কমলা খাবার রঙ মিশিয়ে নিতে হবে। বানিয়ে রাখা তিনটি মন্ডের মধ্যে সবুজ টিকে সবার প্রথমে নিচে দিয়ে তার ওপরে ডিমের সাদা অংশ ব্রাশ করে লাগিয়ে দিতে হবে, ডিমের সাদা অংশটি দুটি ভাগের মধ্যে জোড়া দেওয়ার কাজে ব্যবহৃত হবে। সবুজ মন্ডটির উপরে সাদা অংশটি লেগে যাওয়ার পরে পুনরায় ডিমের সাদা অংশ ব্রাশ করে লাগিয়ে দিতে হবে এবং এর উপরে কমলা অংশটি দিতে হবে। এবারে পুরো অংশটি 30 মিনিটের জন্য ফ্রিজে রাখতে হবে।

  7. 7

    ফ্রিজ থেকে বের করে এটাকে পতাকার সাইজ এ কেটে নিতে হবে।

  8. 8

    180 ডিগ্রীতে 16 মিনিট ধরে বেক করতে হবে,
    দেখতে হবে যেন কোনা গুলো
    হালকা বাদামি হয়ে বেকড হয়।

  9. 9

    গার্নিশিং এর জন্য সাদা চকলেট এবং ব্লু ফুড কালার দিয়ে গোল গোল ট্যাবলেট তৈরি করতে হবে। এই গোল্ড ট্যাবলেট গুলো কুকিজের ওপরে ছবির মত করে সাজিয়ে নিতে হবে।

  10. 10

    ৬. যেহেতু আজকে আমাদের বিষয় 'স্বাদে স্বাধীনতা' সেই বিষয়বস্তুকে মাথায় রেখে আমরা আমাদের দেশের 🇮🇳 মাটির তৈরি করা থালা ব্যবহার করেছি। বিদেশি কোনো প্লাস্টিকের জিনিস ব্যবহার না করে মাটির থালা ব্যবহার করেছি। কারণ এই মাটি থালাটি আমার কাছে অনেক দামী ও মূল্যবান এই মাটিতেই আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীদের জন্ম, যারা তাদের মূল্যবান প্রাণর বিনিময়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে, সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তান হামারা।

  11. 11

    এবারে একটি সুন্দর প্লেটে সাজিয়ে নিলেই আপনার কুকিজ পরিবেশনের জন্য একদম তৈরি। জয় হিন্দ বন্দেমাতরম। 75 তম স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jayita Barman
Jayita Barman @cook_30218093

Similar Recipes