ছোলার ডাল (cholar dal recipe in Bengali)

Malabika Biswas
Malabika Biswas @mala_17

#ebook06
#week10
আজ আমি ছোলার ডাল রান্না করব।

ছোলার ডাল (cholar dal recipe in Bengali)

#ebook06
#week10
আজ আমি ছোলার ডাল রান্না করব।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০মিঃ
২জনের মত
  1. 1কাপ ছোলার ডাল
  2. ২ টেবিল চামচসর্ষের তেল
  3. 1/2 চা চামচ জিরে গুঁড়ো
  4. 1/2 চা চামচধনে গুঁড়ো
  5. 1/2 চা চামচ হলুদ গুঁড়ো
  6. 1 টেবিল চামচআাদা, পেঁয়াজ, রসুন বাটা
  7. স্বাদ মত নুন
  8. 1/2চা চামচ চিনি
  9. ২টো তেজপাতা
  10. 1টেবিল চামচ ঘি
  11. ৩-৪ টে কাঁচা লঙ্কা
  12. ২টো শুকনো লঙ্কা
  13. 1/2চা চামচ গোটা জিরে
  14. প্রয়োজন অনুযায়ী লবঙ্গ,এলাচ, দারুচিনি
  15. 1 চা চামচ গরম মশলা গুঁড়ো
  16. প্রয়োজন মত জল

রান্নার নির্দেশ সমূহ

৩০মিঃ
  1. 1

    ডাল ধুয়ে ৩/৪ ঘঃ ভিজিয়ে রেখেছিলাম

  2. 2

    প্রেশার কুকারে ডাল দিয়ে অল্প জল দিয়ে মাঝারি আঁচে ২টো সিটি দিয়ে নিয়েছি

  3. 3

    গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে তেল দিয়েছি

  4. 4

    তেলে তেজপাতা, শুকনো লংকা, গোটা জিরে, এলাচ, লবঙ্গ, দারুচিনি ফোড়ন দিয়েছি

  5. 5

    এক মিঃ নাড়াচাড়া করে বাটা মশালা দিয়ে কষিয়ে নিয়েছি

  6. 6

    তেল ছাড়লে সেদ্ধ ডাল দিয়ে কষিয়ে নিয়েছি। হলুদ দিয়েছি

  7. 7

    নুন, কাঁচালংকা, চিনি দিয়ে নেড়েচেড়ে ঈষদুষ্ণ জল দিয়েছি।

  8. 8

    ২/৩ মিঃ ফুটতে দিয়েছি

  9. 9

    গ্যাস অফ করে দিয়েছি। ঘি দিয়েছি।গরম মশালা গুড়ো ছড়িয়ে দিয়েছি। ঢাকা দিয়েছি।

  10. 10

    ৫/৬ মিঃ পর লুচি সহযোগে পরিবেশন করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Malabika Biswas

Similar Recipes