মুর্গ মালাই কাবাব (Murg malai Kabab recipe in Bengali)

Sudipta Rakshit
Sudipta Rakshit @sudi5570
California

মুর্গ মালাই কাবাব (Murg malai Kabab recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৪০০ গ্রাম হাড় ছাড়ানো মুরগির মাংস
  2. ৩ টেবিল চামচ টক দই
  3. ২ টেবিল চামচ ফ্রেশ ক্রিম
  4. ২ টেবিল চামচ মেয়োনিজ
  5. ১ চা চামচ মোজারেলা চিজ গুঁড়ো
  6. ১ টেবিল চামচ আদা বাটা
  7. ১ টেবিল চামচ কাঁচালঙ্কা-ধনেপাতা
  8. প্রয়োজন অনুযায়ী সাদা তেল
  9. স্বাদমতো নুন
  10. ১ টি লেবুর রস
  11. ১ চা চামচ চাট মশলা

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে হাড় ছাড়ানো মুরগির মাংস নিয়ে ছোট ছোট কাবাবের মতো চৌকো পিস করে নিয়ে একে একে টক দই, ফ্রেশ ক্রিম, মেয়োনিজ, আদা বাটা, কাঁচালঙ্কা-ধনেপাতা একসাথে বাটা দিয়ে, মোজারেলা চীজ গুঁড়ো,সাদা তেল এবং নুন স্বাদানুযায়ী দিয়ে খুব ভালো করে ম্যারিনেড করতে হবে ২ ঘন্টা মতো।

  2. 2

    এবার ম্যারিনেড হওয়ার পর ওভেনে ৩৫০ ফারেনহাইট মোড এ দিয়ে চিকেন এর পিস গুলো কে শিকে গেঁথে ওপরে হালকা তেল এর ব্রাশ করে বেক করতে দিতে হবে।

  3. 3

    যাদের ওভেন নেই তারা তাওয়াতেও হালকা তেল ব্রাশ করে শিকে গেঁথে ওপর থেকে একটি ঢাকনা দিয়ে তাওয়াতে ঢেকে করবেন। সুন্দর কাবাব তৈরি হবে।

  4. 4

    ওভেনে এক ঘন্টা মতো বেক করতে সময় লাগে।

  5. 5

    যখন হালকা বাদামি রং ধরবে, স্মোকি ফ্লেভার আসবে এবং একটু পোড়া পোড়া হয়ে আসবে, তখন আর একবার অয়েল ব্রাশ করে ওভেন অফ করে দিতে হবে।

  6. 6

    ওভেন থেকে নামিয়ে ওপরে লেবুর রস আর চাট মশলা ছড়িয়ে পরিবেশন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sudipta Rakshit
Sudipta Rakshit @sudi5570
California
Follow me on Instagram -- https://www.instagram.com/sudipta_r_photowalkhttps://www.instagram.com/sudipta_rakshit_foodstoriesPassionate about Travel Photography and Cooking
আরও পড়ুন

Similar Recipes