স্মোকড মুর্গ মালাই (smoked murg malai recipe in Bengali)

romi chatterjee.
romi chatterjee. @cook_20383987
Gujarat

স্মোকড মুর্গ মালাই (smoked murg malai recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

15 --20 মিনিট
2জনের জন্য
  1. 800 গ্রামচিকেন
  2. 150 গ্রামটক দই
  3. 2 চা চামচরসুন বাটা
  4. 1 চা চামচআদাবাটা
  5. 3 চা চামচলেবুর রস
  6. 2 চা চামচকাশ্মীরি লঙ্কা গুড়ো
  7. 3 চা চামচকাজুবাদাম বাটা
  8. 2 চা চামচচারমগজ বাটা
  9. স্বাদ মতনুন ও চিনি
  10. পরিমাণ মতসর্ষের তেল
  11. 1/2চা চামচহলুদ গুঁড়ো
  12. 2টো বড় পেঁয়াজ
  13. 1/2কসুরি মেথি গুড়ো
  14. 1 চা চামচগাওয়া ঘি
  15. পরিমাণ মতফ্রেস ক্রীম
  16. পরিমাণ মতউষ্ণ জল
  17. 3টে ছোট চারকোল
  18. 2টো টমেটো
  19. 2 চা চামচগুড়ো দুধ

রান্নার নির্দেশ সমূহ

15 --20 মিনিট
  1. 1

    প্রথমে মাংস গুলো ভালোভাবে ধুয়ে লেবুর রস ও পরিমাণ মত নুন দিয়ে কিছুক্ষণ রাখতে হবে ।

  2. 2

    এরপর একটি পাত্রে টক দই,আদাবাটা, রসুন বাটা,তেল, হলুদগুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুড়ো, নুন ও চিনি একসাথে নিয়ে পুনরায় মাংসে মাখিয়ে ফ্রিজে ছয় ঘণ্টা রেখে দিতে হবে ।

  3. 3

    এরপর একটি পাত্রে তেল দিয়ে তাতে পেঁয়াজ বাটা, আদাবাটা, রসুন বাটা, কাজুবাদাম বাটা, চিনি, চারমগজ বাটা, কসৌরি মেথির গুড়ো এবং দিতে হবে ও ভালভাবে কষিয়ে মশালার সাথে মাখা মাখা করতে হবে। এরপর মাংস থেকে তেল ছাড়তে শুরু করলে ওর মধ্যে টক দই ফেটিয়ে দিতে হবে

  4. 4

    এবং মাংসের সাতে পুনরায় কষাতে হবে।মাংসের তেল ভেসে উঠলে ওর মধ্যে গুড়ো দুধ উষ্ণ গরমজলে গুলে দিতে হবে ।

  5. 5

    এরপর ঝোল ফুটে ঘন হয়ে এলে ওর মধ্যে ফ্রেস ক্রীম দিয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে।

  6. 6

    এরপর চারকোল গুলো কে খুব ভাল ভাবে জ্বালিয়ে একটি ছোট বাটির মধ্যে রাখতে হবে

  7. 7

    এবং ওই চারকোল সহ বাটি মাংসের মধ্যে রেখে তার মধ্যে এক চামচ ঘি দিয়ে সাথে সাথে ঢাকা বন্ধ করে মিনিট দশ দমে রাখতে হবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
romi chatterjee.
romi chatterjee. @cook_20383987
Gujarat
ami ranna korte r khaoate vlobasi
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes