হোমমেড শেজওয়ান সস (Homemade Schezwan Sauce recipe in Bengali)

Luna Bose
Luna Bose @khanawithluna

#SWC

এটি একটি অত্যন্ত স্পাইসি ও সুস্বাদু ইন্দো-চাইনিজ ফিউশন রেসিপি। শেজওয়ান সস বিভিন্ন ওরিয়েন্টাল রেসিপিতে ব্যবহার করা হয়। ডিপিং সস হিসেবেও ব্যবহার করা হয়।

হোমমেড শেজওয়ান সস (Homemade Schezwan Sauce recipe in Bengali)

#SWC

এটি একটি অত্যন্ত স্পাইসি ও সুস্বাদু ইন্দো-চাইনিজ ফিউশন রেসিপি। শেজওয়ান সস বিভিন্ন ওরিয়েন্টাল রেসিপিতে ব্যবহার করা হয়। ডিপিং সস হিসেবেও ব্যবহার করা হয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
200ml সস
  1. 25 টিশুকনো লঙ্কা
  2. 2টেবিল চামচ মিহি করে কাটা রসুন
  3. 1.5টেবিল চামচ মিহি করে কাটা আদা
  4. 4টেবিল চামচ মিহি করে কাটা পেঁয়াজ
  5. 1টেবিল চামচ চিনি
  6. 1 চা চামচনুন
  7. 1/2 চা চামচগোলমরিচ গুঁড়ো
  8. 1টেবিল চামচ সোয়া সস
  9. 1টেবিল চামচ ভিনিগার
  10. 2টেবিল চামচ টমেটো কেচপ/সস
  11. 4টেবিল চামচ তেল
  12. 1/2 কাপজল
  13. প্রয়োজন মতগরম জল

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    গরম জলে শুকনো লঙ্কা 30 মিনিট ভিজিয়ে রেখে গ্রাইন্ডারে পেস্ট করে নিন।

  2. 2

    একটি কড়াইয়ে তেল গরম করে মিডিয়াম ফ্লেম এ আদা ও রসুন দিয়ে দু মিনিট ভাজুন। তারপর পেঁয়াজ যোগ করুন। পেঁয়াজ নরম হলে লঙ্কা গুঁড়ো, নুন, চিনি ও গোল মরিচ মিশিয়ে দিন।

  3. 3

    ভালো করে নাড়াচাড়া করে 1/2 কাপ জল দিয়ে ঢেকে রান্না করুন। সস ঘন হলে ঢাকনা সরিয়ে দিয়ে রান্না করুন যতক্ষণ না তেল ছেড়ে দেয়।

  4. 4

    এবার সোয়া সস, ভিনেগার ও টমেটো সস মিশিয়ে দিয়ে আরো 2 মিনিট রান্না করে নামিয়ে নিন। সস ঠান্ডা হলে গ্লাস জার এ ফ্রিজে স্টোর করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Luna Bose
Luna Bose @khanawithluna

Similar Recipes