সেজুয়্যান চিকেন হাক্কা নুডুলস (schezwan chicken hakka noodles recipe in Bengali)

Moumita Bagchi
Moumita Bagchi @cook_24595492

#GA4
#week2
এই সপ্তাহের ধাঁধা থেকে আমি noodles শব্দ টি নিয়ে এই রেসিপি টি বানিয়েছি। সেজুয়ান নুডুলস এ সিজুয়ান সস ব্যবহার করা হয় যার জন্য নুডুলস এ একটি বিশেষ স্বাদ আসে যা খুবই লোভনীয়।

সেজুয়্যান চিকেন হাক্কা নুডুলস (schezwan chicken hakka noodles recipe in Bengali)

#GA4
#week2
এই সপ্তাহের ধাঁধা থেকে আমি noodles শব্দ টি নিয়ে এই রেসিপি টি বানিয়েছি। সেজুয়ান নুডুলস এ সিজুয়ান সস ব্যবহার করা হয় যার জন্য নুডুলস এ একটি বিশেষ স্বাদ আসে যা খুবই লোভনীয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘণ্টা
৪ জন
  1. ৩০০ গ্রাম এগ হাক্কা নুডুলস
  2. ২ কাপ বোনলেস চিকেন ছোটো করে কাটা
  3. ১ টি করে সবুজ, হলুদ ও লাল ক্যাপ্সিকাম
  4. ২ টি গাজর
  5. ২ টি পেঁয়াজ
  6. ১ টেবিল চামচ রসুন কোরা
  7. ১০-১২ টি বিন্স
  8. ১ টেবিল চামচ গোলমরিচ গুঁড়া
  9. স্বাদমতো নুন
  10. ৪-৫ টেবিল চামচ সেজোয়ান সস
  11. ২-৩ টেবিল চামচ গ্রীন চিলি সস
  12. ২ টেবিল চামচ ভিনিগার
  13. ২ টেবিল চামচ সোয়া সস
  14. ২ টেবিল চামচ রেড চিলি সস
  15. পরিমাণমতো তেল
  16. পরিমাণমতো জল

রান্নার নির্দেশ সমূহ

১ ঘণ্টা
  1. 1

    প্রথমে চিকেনের টুকরোগুলো সোয়া সস আর চিলি সস ও নুন দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে ৩০ মিনিট।

  2. 2

    নুডুলস ফুটন্ত গরম জলে নুন ও একটু তেল দিয়ে সিদ্ধ করে জল ঝরিয়ে রাখতে হবে।

  3. 3

    ক্যাপ্সিকাম ও গাজর লম্বা পাতলা করে কাট তে হবে। পেঁয়াজ ও বিন্স ছোটো করে কুচি করতে হবে।

  4. 4

    এবার বড়ো কড়াই তে তেল গরম করে প্রথমে চিকেন ভেজে উঠিয়ে রাখতে হবে।

  5. 5

    তারপর ঐ তেলে রসুন কোরা দিয়ে একটু ভেজে পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজ ভাজা হলে গাজর ও বিন্স ভাজতে হবে।

  6. 6

    এই সবজিগুলো সিদ্ধ হলে নুডুলস ও নুন দিতে হবে। নুডুলস ভালো করে সতে করে চিকেন দিতে হবে।

  7. 7

    একটু কষে ক্যাপ্সিকাম কুচি, গোল মরিচ গুঁড়া দিতে হবে।

  8. 8

    ক্যাপ্সিকাম সিদ্ধ হলে সেযুয়ান সস, গ্রীন চিলি সস ও ভিনিগার দিয়ে কষতে হবে।

  9. 9

    কিছুক্ষন কষে নুডুলস ভাজা ভাজা ও ঝরঝরে হলে নামিয়ে নিতে হবে।

  10. 10

    এটি যেকোনো চাইনিজ গ্রেভি দিয়ে খেতে ভালো লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Moumita Bagchi
Moumita Bagchi @cook_24595492

Similar Recipes