দই পটল (Doi patal recipe in Bengali)

SHYAMALI MUKHERJEE
SHYAMALI MUKHERJEE @smcook_19174160
Ranchi

দই পটল (Doi patal recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20 মিনিট
4 জন
  1. 400 গ্রামপটল
  2. 200 গ্রামদই
  3. 1 টিটমেটো বাটা
  4. 1টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা
  5. 1 চা চামচহলুদ গুঁড়ো
  6. 4টেবিল চামচ সর্ষের তেল
  7. 1টেবিল চামচ চিনি
  8. স্বাদ অনুযায়ীনুন
  9. 1 চা চামচগোটা জিরা
  10. 4-5 টিগোলমরিচ
  11. 2-3 টিকাবাব চিনি
  12. 1 টিজায়িত্রী
  13. 1 চা চামচমৌরি

রান্নার নির্দেশ সমূহ

20 মিনিট
  1. 1

    সব গোটা মশলা শুকনো খোলায় হালকা ভেজে গুঁড়ো করে দই এর সাথে ফেটিয়ে রাখতে হবে।

  2. 2

    পটল খোসা ছাড়িয়ে লম্বা করে মধ্যে থেকে চিড়ে নিতে হবে। নুন, হলুদ মাখিয়ে হালকা লাল করে ভেজে তুলে নিতে হবে । ওই তেলে হলুদ নুন, কাঁচা লঙ্কা বাটা ও টমেটো বাটা দিয়ে কষতে হবে।

  3. 3

    কষা হয়ে গেলে দই এর মিশ্রন দিয়ে আরও কিছুক্ষণ কষে নিতে হবে। এবার পটল দিয়ে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে। পটল সেদ্ধ হয়ে ঝোল শুকিয়ে গেলে নামিয়ে নিতে হবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
SHYAMALI MUKHERJEE
SHYAMALI MUKHERJEE @smcook_19174160
Ranchi
রান্না শেখার একটা চেষ্টা করছি মাত্র
আরও পড়ুন

Similar Recipes