পনির স্টাফিং বেকড ফিস(paneer stuffed baked fish recipe in Bengali)

Paramita Chatterjee
Paramita Chatterjee @cook_25778755
Kolkata

পনির স্টাফিং বেকড ফিস(paneer stuffed baked fish recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

40মিনিটপ
১জন
  1. ২কাপ ময়দা
  2. স্বাদ মতনুন
  3. ২-৪ টে লবঙ্গ
  4. ১০০গ্রাম পনির
  5. ১টি বড় সেদ্ধ করা আলু
  6. ১টেবিল চামচ সেজুয়ান সস
  7. ১টেবিল চামচ হট সস
  8. ১চা চামচ গোলমরিচ গুঁড়ো
  9. পরিমাণ মতসাদা তেল
  10. ১টি বাটার পেপার

রান্নার নির্দেশ সমূহ

40মিনিটপ
  1. 1

    প্রথমে ময়দা,নুন,সাদা তেল আর উষ্ণ গরম জল দিয়ে মেখে 20মিনিট রেখে দিতে হবে ডো টা।

  2. 2

    অন্য দিকে একটা বাটিতে সেদ্ধ করে রাখা আলু প্রথমে চটকে নিলাম ভালো করে এবার ওর সাথে পনির,নুন, সেজুয়ান সস,হট সস আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে আবার মেখে নিলাম ।

  3. 3

    এবার ওই মেখে রাখা ডো থেকে একটা গোল বল বানিয়ে নিলাম, তারপর চাকি বেলনার সাহায্যে গোল করে বেলে নিলাম।

  4. 4

    তারপর ওই গোল এর মাঝখান টা বাদ দিয়ে ওর দু পাশে ছুরির সাহায্যে ছোটো ছোটো করে কেটে নিতে হবে,ছবিতে যে ভাবে দেখানো আছে।

  5. 5

    তারপর মধ্যখানে পনির এর মিশ্রণ টা রেখে দিতে হবে লম্বা লম্বি ভাবে।

  6. 6

    এবার ওই কেটে দেয়া অংশ গুলো আড়াআড়ি ভাবে অল্প জল দিয়ে জুড়ে দিয়ে,নিচের অংশ টা কাটাচামচ দিয়ে চেপে লেজার মতো শেপ করে দিতে হবে।আর একদম ওপরে দুটো লবঙ্গ ঢুকিয়ে চোখ বানিয়ে নিলাম।

  7. 7

    এবার প্রি হিট ওভেন ট্রে তে বাটার পেপার এর ওপর ফিস টা রেখে ওপর থেকে অয়েল ব্রাশ করে ১২মিনিট ব্রাশ করলেই তৈরি পনির স্টাফিং বেকড ফিস। যে কোনো সস এর সাথে পরিবেশন করুন বিকেলের জলখাবার বা বাড়িতে কোনো অতিথি চলে এলে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Paramita Chatterjee
Paramita Chatterjee @cook_25778755
Kolkata

Similar Recipes