ভাপা ডিম(Bhapa Dim Receipe In Bengali)

Samita Sar
Samita Sar @cook_25646655

ডিম যারা ভালোবাসো,তাদের কাছে এটা খুবই লোভনীয়, এটা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যায়।
#HR
উৎস পশ্চিমবঙ্গ

ভাপা ডিম(Bhapa Dim Receipe In Bengali)

ডিম যারা ভালোবাসো,তাদের কাছে এটা খুবই লোভনীয়, এটা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যায়।
#HR
উৎস পশ্চিমবঙ্গ

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০-২৫ মিনিট
৪জন
  1. ৮টা ডিম (ছোট)
  2. ১টা টমেটো বাটা
  3. ১টা পেঁয়াজ কুচি (বড়)
  4. ১/২চামচ রসুন বাটা
  5. ১টা আলু সেদ্ধ করে টুকরো করে নেওয়া
  6. স্বাদমতোনুন
  7. ৪টে লঙ্কা কুচি
  8. ১/২চামচ লঙ্কা বাটা
  9. ১চামচ জিরে ও ধনেগুড়ো
  10. ১/২চামচ আদা বাটা।
  11. ১/২চামচ কাশ্মীরি লঙ্কা গুড়ো
  12. ১/২চামচ গরমমশলা গুড়ো
  13. ১/২চামচ পাঁচ ফোড়ন,১টা তেজপাতা
  14. সর্ষের তেল প্রয়োজন মতো

রান্নার নির্দেশ সমূহ

২০-২৫ মিনিট
  1. 1

    প্রথমে ৪টে ছোট ফয়েল নিয়ে এতে তেল মাখিয়ে রাখলাম।এবার ২টো করে ডিম ভেঙে এক একটা ফয়েলের মধ্যে ঢেলে দিলাম,দেখতে হবে যেন কুসুম গুলো না নষ্ট হয়।

  2. 2

    এবার ১টা করে লঙ্কা কুচি ও সামান্য নুন ছড়িয়ে দিলাম।

  3. 3

    এবার মাইক্রোওভেনে মাইক্রোমোডে ৩-৪মিনিট বেক করে নিলাম

  4. 4

    এবার কড়াইয়ে তেল গরম করে প়াচফোড়ন,তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে হবে।নুন,হলুদ কাশ্মীরি লঙ্কা গুড়ো দিতে।হবে।সেদ্ধ আলুও দিতে হবে।আদাও লঙ্কা বাটা দিতে হবে,টমেটো কুচি করে দিতে হবে।

  5. 5

    এবার ভালো করে কষিয়ে নিয়ে ধনে ও দিরেগুড়ো দিয়ে আরো একবার কষিয়ে একটু বেশি জল দিয়ে ফুটতে দিতে হবে।

  6. 6

    ভালো করে ফুটে গেলে ভাপা ডিম দিয়ে ফুটতে দিতে হবে।ঝোল বেশফুটে ঘন হলে গরমমশল গুড়ো ছড়িয়ে নামিয়ে নিতে হবে

  7. 7

    এবার প্লেটে ঢেলে গরম ভাতের সঙ্গে সাজিয়ে দিলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Samita Sar
Samita Sar @cook_25646655

Similar Recipes