জাম্বো হেভেনলি প্রন

Sanchari Karmakar
Sanchari Karmakar @cook_13486575

এটি একটি ফ্রেঞ্চ ডিশ। ক্যান্ডেল লাইট ডিনারের পার্টিতে যেকোনো রাইস ডিশের সাইড ডিশ হিসাবে, অথবা স্টায়ার ভেজিটেবল দিয়ে এপেটাইজার হিসাবেও খাওয়া যায় ।

জাম্বো হেভেনলি প্রন

এটি একটি ফ্রেঞ্চ ডিশ। ক্যান্ডেল লাইট ডিনারের পার্টিতে যেকোনো রাইস ডিশের সাইড ডিশ হিসাবে, অথবা স্টায়ার ভেজিটেবল দিয়ে এপেটাইজার হিসাবেও খাওয়া যায় ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১০ মিনিট।
২ জন
  1. ২ টি জাম্বো বা বেশ বড় মাপেরপ্রন।
  2. স্টাফিং এর জন্য লাগবে
  3. ২৫ গ্রাম নরম মাখন
  4. ১ টেবিল চামচ রসুন কুচি
  5. স্বাদমতো নুন
  6. ১ টেবিল চামচ গোলমরিচ গুড়ো
  7. ১ টেবিল চামচ ড্রাই পার্সলে। (তাজা পার্সলে কুচি দিলেও হবে)
  8. ১ টেবিল চামচ ব্রেড ক্রাম্বস
  9. ১ চা চামচ পাতিলেবুর রস
  10. ১ টা চিজ কিউব (গ্রেট করা)
  11. ১ চুটকি চিলি ফ্লেক্স।

রান্নার নির্দেশ সমূহ

১০ মিনিট।
  1. 1

    বড় সাইজের প্রনের টেন্টেক্যালস গুলি কেটে বাদ দিয়ে,শিরা বা রগ ফেলে দিতে হবে ।

  2. 2

    পিঠের দিকে, মাথা থেকে লেজ অবধি ছুড়ি দিয়ে চিরে নিয়ে খোলের মত বানাতে হবে।

  3. 3

    একটা বাটিতে মাখনের সাথে লেবুররস, রসুনকুচি, গোলমরিচগুঁড়া, পার্সলে, নুন, ব্রেডক্রাম্বস মিশিয়ে ফেটিয়ে নিতে হবে ভালো করে।

  4. 4

    প্রনের মাথা থেকে চামচ দিয়ে ঘিলু বের করতে হবে।

  5. 5

    বের করে নেওয়া ঘিলু, মাখনের মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে।

  6. 6

    এই মিশ্রন প্রনের খোলের মধ্যে ভরতে হবে

  7. 7

    উপরে সামান্য ব্রেড ক্রাম্বস ও পার্সলে ছড়িয়ে দিতে হবে।

  8. 8

    এবারে গ্রেট করা চিজ ও চিলি ফ্লেক্স দিতে হবে।

  9. 9

    কড়াইয়ে ১ বাটি নুন, ১৫ মিনিট গরম করে, তার উপর র‍্যাক বসিয়ে দিতে হবে।

  10. 10

    একটা বেকিং পাত্রে মাখন ব্রাশ করে, প্রন গুলি পাত্রের উপর রেখে র‍্যাকে বসাতে হবে।

  11. 11

    কড়াইয়ে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে ১০ মিনিটমত বেক করতে হবে।

  12. 12

    ১০ মিনিট পরে একদম তৈরি জাম্বো হেভেনলি প্রন।

  13. 13

    পছন্দসই রাইস ডিশ অথবা স্টায়ার ভেজ্জির সাথে গরম গরম পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sanchari Karmakar
Sanchari Karmakar @cook_13486575

Similar Recipes