বাচ্ছাদের মনের মতো দুই ধরণের ডিম্ টোস্ট

Simple and Sizzling Recipes
Simple and Sizzling Recipes @cook_16618752

বাচ্ছাদের মনের মতো দুই ধরণের ডিম্ টোস্ট

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. প্রথম ধরণের ডিম্ টোস্ট :
  2. ৭-৮ টিপাউরুটির স্লাইস
  3. ৬ টিডিম
  4. ১/২পেঁয়াজ কুচি
  5. ১/২সবুজ ক্যাপসিকাম কুচি
  6. ১/২টমেটো কুচি
  7. প্রয়োজনমতধনেপাতা কুচি
  8. প্রয়োজনমতচিজ - কুড়িয়ে নেওয়া
  9. ১/২চা চামচ গোলমরিচ গুঁড়া
  10. স্বাদানুযায়ীলবন
  11. পরিমাণ মতোভাজবার জন্য তেল
  12. দ্বিতীয় ধরণের ডিম্ টোস্ট :
  13. ৪টিপাউরুটির স্লাইস
  14. ২টিডিম্
  15. ১ ইঞ্চির টুকরাদারচিনি
  16. ১/২কাপদুধ - চায়ের কাপের
  17. ১/২ চা চামচগোলমরিচ গুঁড়া
  18. ২ চা চামচমাখন
  19. ১ চা চামচচিনি
  20. স্বাদানুযায়ীলবন

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথম ধরণের ডিম্ টোস্ট :

  2. 2

    একটি পাত্রে ডিমগুলো ভেঙে নিতে হবে।

  3. 3

    ডিমের সাথে পিঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, চিজ, গোলমরিচ গুঁড়া, লবন, এসব দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে।

  4. 4

    এর পরে ফ্রাইপ্যানে তেল গরম করে নিতে হবে।।

  5. 5

    এবার ডিমের মধ্যে পাউরুটি ডুবিয়ে তেলে নিতে হবে।

  6. 6

    সস ও স্যালাডের সাথে গরম গরম পরিবেশন করুন|

  7. 7

    দ্বিতীয় ধরণের ডিম্ টোস্ট :

  8. 8

    ডিমের সাথে গোলমরিচ গুঁড়া, দারচিনি গুঁড়া, দুধ, লবন, এসব দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে।

  9. 9

    এর পর ফ্রাইং প্যান গরম করে মাখন ও চিনি একসাথে দিয়ে চিনিটা কে হালকা করে গরম করে নিতে হবে।

  10. 10

    এর মধ্যে পাউরুটির স্লাইস ডিমের গোলায় ডুবিয়ে ভেজে নিতে হবে।

  11. 11

    হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন|

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Simple and Sizzling Recipes

মন্তব্যগুলি

Similar Recipes