মশলা ডিম টোস্ট (masala egg toast recipe in Bengali)

Mahek Naaz
Mahek Naaz @maheknaaz1006
hyderabad

#GA4
#week23
এবারের ধাঁধা দিয়ে আমি বানিয়েছি টোস্ট,
টোস্ট যখন ইচ্ছা খাওয়া যায়ে। বাড়িতে হঠাৎ কোনো অতিথি এসে পড়লে তাড়াতাড়ি বানিয়ে ফেলুন মশলা ডিম টোস্ট ।

মশলা ডিম টোস্ট (masala egg toast recipe in Bengali)

#GA4
#week23
এবারের ধাঁধা দিয়ে আমি বানিয়েছি টোস্ট,
টোস্ট যখন ইচ্ছা খাওয়া যায়ে। বাড়িতে হঠাৎ কোনো অতিথি এসে পড়লে তাড়াতাড়ি বানিয়ে ফেলুন মশলা ডিম টোস্ট ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
২ জন
  1. ২ টো ডিম
  2. ১/২ কাপ দুধ
  3. ১/২ পেঁয়াজ কুচি
  4. ১ চা চামচ ধনেপাতা কুচি
  5. ১ চা চামচ পুদিনা পাতা কুচি
  6. ১ টা লঙ্কা কুচি
  7. ১ /৪ চা চামচলঙ্কা গুঁড়ো
  8. ১/৪ চা চামচ হলুদ গুঁড়ো
  9. ১/৪ চা চামচ চাট মসলা গুঁড়ো
  10. ১/৪ চা চামচ গোলমরিচ গুঁড়া
  11. ১/২ চা চামচ নুন
  12. ২/৩ টেবিল চামচ মাখন
  13. ৪ পিস পাউরুটি

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    প্রথমে পেঁয়াজ, ধনেপাতা,পুদিনাপাতা, কাঁচা লংকা সব কুচি কুচি করে কেটে নিন। তারপর ওতে সব মশলা দিন,ভালো করে মেখে নিন।

  2. 2

    এরপর ২ টো ডিম দিন, সাথে দুধ টা দিয়ে ভালো করে ফেটিয়ে নিন।

  3. 3

    গ্যাস অন করে তাওয়া বসান। তাওয়া গরম হলে ওতে মাখন দিন।

  4. 4

    তারপর পাউরুটি কে ডিমের গোলায়ে ভালো করে ডুবিয়ে তাওয়ার ওপর দিন।

  5. 5

    এবার দুই পিঠ ভালো করে ভেজে নিন ।

  6. 6

    গরম গরম মশলা ডিম টোস্ট টমেটো সস ও গরম চায়ের সাথে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mahek Naaz
Mahek Naaz @maheknaaz1006
hyderabad

Similar Recipes