ক্রিস্পি ফ্রাইড চিকেন কাবাব

Simple and Sizzling Recipes
Simple and Sizzling Recipes @cook_16618752

ক্রিস্পি ফ্রাইড চিকেন কাবাব

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৫০০ গ্রাম হাড় সহ মুরগির মাংস
  2. ১/২ চা চামচ গোলমরিচের গুঁড়া
  3. ১/২ চা চামচ শুকনো লংকার গুঁড়া
  4. ২ চা চামচ কাশ্মীরি লংকার গুঁড়া
  5. ১ চা চামচ রসুন বাটা
  6. ১/২ চা চামচ আদা বাটা
  7. ১ চা চামচ সোয়া সস
  8. ১টাপাতিলেবুর রস
  9. ১টাডিম্ -
  10. ২ টেবিল চামচ ময়দা
  11. ১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার
  12. স্বাদ অনুযায়ীলবন
  13. প্রয়োজন অনুযায়ীভাজবার জন্য তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    সবার প্রথমে মুরগির মাংসে নুন, লাল লংকার গুঁড়ো, কাশ্মীরি লংকার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, সোয়া সস, পাতিলেবুর রস, আর ডিম্ দিয়ে মেখে ১৫ মিনিটের জন্য মেরিনেট করতে হবে।

  2. 2

    এবারে এর মধ্যে ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিতে হবে।

  3. 3

    এর পরে কড়াইতে পর্যাপ্ত পরিমানে তেল গরম করে নিয়ে, মুরগির মাংসের টুকরোগুলোকে ভেজে নিতে হবে।

  4. 4

    ভাজা হয়ে গেলে গরম গরম সালাদের সাথে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Simple and Sizzling Recipes

Similar Recipes