সুস্বাদু চিকেন এলোমেলো(suswadu chicken elomelo recipe in Bengali)

Manini Ray
Manini Ray @Manini_43
কলকাতা

#FF2

মুখের স্বাদ বদলের জন্য হাড় ছাড়া মাংস দিয়ে এই রেসিপিটা করে দেখতে পারেন। আমি ম্যারিনেট করে রান্না করেছি। আপনারা ম্যারিনেট না করেও রান্না করতে পারেন।

সুস্বাদু চিকেন এলোমেলো(suswadu chicken elomelo recipe in Bengali)

#FF2

মুখের স্বাদ বদলের জন্য হাড় ছাড়া মাংস দিয়ে এই রেসিপিটা করে দেখতে পারেন। আমি ম্যারিনেট করে রান্না করেছি। আপনারা ম্যারিনেট না করেও রান্না করতে পারেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট (মাংস ম্যারিনেট এর সময় বাদে)
4 জনের জন্য
  1. 300 গ্রামহাড় ছাড়া মুরগির মাংস ছোট ছোট টুকরো করে কাটা
  2. 1 ইঞ্চিআদা
  3. 4-5 কোয়ারসুন
  4. 2 টি মাঝারিপেঁয়াজ
  5. 4 টিকাঁচা লঙ্কা
  6. 2 চা চামচলেবুর রস
  7. 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো
  8. 1 চা চামচহলুদ গুঁড়ো
  9. 1 চা চামচজিরে গুঁড়ো
  10. 2 টেবিল চামচটমেটো সস
  11. 2 টেবিল চামচটক দই
  12. 2 চা চামচকসুরি মেথি
  13. স্বাদ মতনুন
  14. 4 টেবিল চামচসাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট (মাংস ম্যারিনেট এর সময় বাদে)
  1. 1

    প্রথমে মাংসগুলো ভালো করে ধুয়ে আদা, রসুন, কাঁচা লঙ্কা ও 1 টি পেঁয়াজ পেস্ট করে, স্বাদমতো নুন, লেবুর রস ও গোলমরিচ গুঁড়ো দিয়ে মাংসগুলো ম্যারিনেট করে রাখতে হবে 1 ঘন্টা।

  2. 2

    এবার কড়ায় তেল গরম করে আর একটি পেঁয়াজ কুচি লাল করে ভেজে নিতে হবে।

  3. 3

    পেঁয়াজ ভাজা হলে সব গুঁড়ো মশলা গুলো দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে।

  4. 4

    এবার ম্যারিনেট করা মাংস গুলো সমস্ত পেস্ট সমেত দিয়ে আরো 2 মিনিট কম আঁচে ভালো করে কষাতে হবে।

  5. 5

    মশলা ও তেল আলাদা হয়ে গেলে টমেটো সস দিয়ে 4-5 সেকেন্ড নাড়াচাড়া করতে হবে।

  6. 6

    এবার পরিমানমতো জল দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট কম আঁচে রান্না হতে দিতে হবে।

  7. 7

    10 মিনিট পর ঢাকা খুলে টক দই, কসুরি মেথি ও প্রয়োজন হলে নুন মিশিয়ে আবার 5 মিনিট ঢাকা দিয়ে রান্না হতে দিতে হবে।

  8. 8

    10 মিনিট পর চিকেন এলোমেলো তৈরি হয়ে গেলে গরম গরম রুটি বা ভাত বা পোলাও এর সাথে পরিবেশন করুন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Manini Ray
Manini Ray @Manini_43
কলকাতা
শিক্ষিকা, নেশা হলো নতুন নতুন রান্না করা।
আরও পড়ুন

Similar Recipes