মুড়িঘণ্ট (moorighonto recipe in Bengali)

Kaveri Sarkar
Kaveri Sarkar @cook_15520333

#golderapron2
পোস্ট 6
স্টেট ওয়েস্ট বেঙ্গল

#ইবুক

মুড়িঘণ্ট (moorighonto recipe in Bengali)

#golderapron2
পোস্ট 6
স্টেট ওয়েস্ট বেঙ্গল

#ইবুক

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 1টা বড় মাপেরকাতলা মাছের মুড়ো বা মাথা
  2. 4 কাপগোবিন্দভোগ চাল
  3. 2টো পেঁয়াজ কুচোনো।
  4. 1 চা চামচআদা রসুন বাটা
  5. 1চা চামচ করে জিরে, ধনে, হলুদ, লঙ্কা গুড়ো
  6. 4 টে শুকনো লঙ্কা
  7. 1/4 চা চামচগোটা গরম মশলা
  8. ১/২ চা চামচশাহী গরম মশলা
  9. 2টোআলু ছোট করে কাটা
  10. 1টা টমেটো কুচি
  11. 1চা চামচনুন
  12. 4চা চামচচিনি
  13. 2টেবিল চামচ ঘি
  14. 8কাপজল
  15. প্রয়োজন অনুযায়ীকাজু ও কিসমিস

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে মাছের মাথা ভালো করে পরিস্কার করে ধুয়ে নিন, এবং নুন হলুদ মাখিয়ে ৫-৬ মিঃ রেখে দিন। অন্য দিকে চাল ধুয়ে জল ঝরিয়ে রাখুন।
    এবার কড়াই তে তেল গরম করে মাছের মাথা ভেজে তুলে রাখুন। এবার ঐ তেলে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিন এবং ফোড়ন থেকে সুগন্ধ বেড়োলে, কেটে রাখা আলু দিন, আলু ভাজা,ভাজা হয়ে এলে,কাজু,কিশমিশ দিয়ে সামান্য ভেজে নিয়ে পেঁয়াজ,টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়তে থাকুন, এই সময় আদা,রসুন বাটা দিন আর একে একে জিরে,ধনে,হলুদ, লঙ্কা গুড়ো দিন এবং সামান্য জল দিয়ে ভালো কষুন।

  2. 2

    এবার ভেজে রাখা মাছের মাথা ভেঙে, ভেঙে দিন আর ভালো কষুন। এই সময় ধুয়ে রাখা চালটা মেশান কিছুক্ষণ কষানোর পর নুন, চিনি,ঘি দিন তারপর চাল মাপার কাপেরই আট কাপ জল দিন এবং ভালো করে নেড়ে ঢাকা দিন। ৫ মিঃ পর ঢাকা খুলে শাহী গরম মশলা দিন এবং আবার ঢাকা দিয়ে ১০ মিনিট মাঝারি আঁচে রান্না করুন। ১০ মিঃ পর ঢাকা খুলে দেখে নিন চাল সেদ্ধ হলে পরিবেশ করুন মুড়ো ঘন্ট।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Kaveri Sarkar
Kaveri Sarkar @cook_15520333

মন্তব্যগুলি

Similar Recipes