চকো ব্যানানা প্যানকেক(choco banana pancake recipe in Bengali)

Rupkatha Sen
Rupkatha Sen @cook_17319600

চকো ব্যানানা প্যানকেক(choco banana pancake recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
২ জন
  1. ১ কাপ ময়দা
  2. ২ টেবিল চামচ কোকো পাউডার
  3. ১ টা পাকা কলা
  4. ৩ টেবিল চামচ চিনি গুঁড়ো
  5. ১ চিমটি বেকিং পাউডার
  6. ১ চিমটি লবণ
  7. ১ কাপ দুধ

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে চিনিটা গুঁড়ো করে নিতে হবে।এবং কলাটা ভালো করে চটকে নিতে হবে।

  2. 2

    এবার একটি পাত্রে ময়দা,কোকো পাউডার, চিনিগুড়ো,বেকিং পাউডার,ও লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।

  3. 3

    এবার ভালো করে মিশিয়ে তাতে দিয়ে দিতে হবে দুধ।

  4. 4

    দুধ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তাতে দিয়ে দিতে হবে চটকে রাখা পাকা কলা।

  5. 5

    এবার পাকা কলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোন ডেলা না থাকে।

  6. 6

    এবার ফ্রাই প্যানে সামান্য তেল ব্রাশ করে তাতে ব্যাটার টা দিয়ে দিতে হবে।

  7. 7

    একপিঠ ভালো ভাজা হয়ে গেলে উল্টে অন্য পিঠ ভাল করে ভেজে নিতে হবে।

  8. 8

    তাহলেই রেডি হয়ে যাবে চকো ব্যানানা প্যানকেক।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Rupkatha Sen
Rupkatha Sen @cook_17319600

মন্তব্যগুলি

Similar Recipes