পেঁয়াজকলি ট্যাংরা (peyajkoli tangra recipe in Bengali)

চৈতালী দাস
চৈতালী দাস @cook_21115200

#আমার প্রথম রেসিপি
#উত্তরবাংলার রান্নাঘর
#মাছের রেসিপি
মুখের স্বাদের একঘেয়েমি কাটিয়ে উঠতে চটজলদি এই মাছের রেসিপিটি আশাকরি সকলের ভালো লাগবে

পেঁয়াজকলি ট্যাংরা (peyajkoli tangra recipe in Bengali)

#আমার প্রথম রেসিপি
#উত্তরবাংলার রান্নাঘর
#মাছের রেসিপি
মুখের স্বাদের একঘেয়েমি কাটিয়ে উঠতে চটজলদি এই মাছের রেসিপিটি আশাকরি সকলের ভালো লাগবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫-৩০ মিনিট
৪-৫ জনের
  1. ২৫০ গ্রাম মাঝারি ট্যাংরা মাছ
  2. ২ আটি পেঁয়াজকলি
  3. ২ টি মাঝারি পেঁয়াজ কুচি
  4. ১ চা চামচ আদাবাটা
  5. ১ চা চামচ রসুন বাটা
  6. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  7. ১ চা চামচ কাশ্মীরী লঙ্কা গুঁড়ো
  8. ১ চা চামচ জিরে গুঁড়ো
  9. ১/২ কাপ ধনেপাতাকুচি
  10. ১ চা চামচ লেবুর রস
  11. স্বাদমতোনুন ও চিনি
  12. ৩ টেবিল চামচ সর্ষের তেল
  13. ২-৩ টা চেরা কাঁচালঙ্কা
  14. প্রয়োজন অনুযায়ীকালোজিরে ও কাঁচালঙ্কা ফোঁড়ন

রান্নার নির্দেশ সমূহ

২৫-৩০ মিনিট
  1. 1

    সর্ষের তেল গরম হলে পেঁয়াজকলি ও ট্যাংরা মাছ আলাদা করে ভেজে রাখুন।এবার কালোজিরে ও কাঁচালঙ্কা ফোঁড়ন দিন।

  2. 2

    পেঁয়াজকুচি দিন হালকা ভাজুন।
    আদা রসুন বাটা একসাথে দিন।
    একটু কষিয়ে (হলুদ,লঙ্কা ও জিরে) গুঁড়ো দিন ।নুন চিনি দিন।কষান।

  3. 3

    অল্প জল দিয়ে ভাজা পেঁয়াজকলি দিন।
    কাঁচালঙ্কা দিয়ে দিন।
    ঢাকা দিন।
    কিছুক্ষণ পরে পরিমাণমতো জল দিয়ে ট্যাংরা মাছ দিয়ে দিন।ফুটে উঠলে লেবুর রস ও ধনেপাতা কুচি ছড়ান।একটু মাখা মাখা হলে নামান।
    গরম ভাতের সাথে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
চৈতালী দাস

মন্তব্যগুলি

Similar Recipes