তরমুজের জ্যুস এবং আইসক্রিম (tarmujer juice ebong ice cream recipe in Bengali)

Prasadi Debnath
Prasadi Debnath @cook_16030395
Murarai, Birbhum

#গীষ্মকালের রেসিপি
গরমের দুপুরে তৃপ্তিদায়ক

তরমুজের জ্যুস এবং আইসক্রিম (tarmujer juice ebong ice cream recipe in Bengali)

#গীষ্মকালের রেসিপি
গরমের দুপুরে তৃপ্তিদায়ক

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 1/2তরমুজ
  2. 3টেবিল চামচ চিনি
  3. স্বাদ মতো বিট লবণ
  4. 1টা লেবুর রস
  5. 1চা চামচ পুদিনা পাতা

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে তরমুজ টা মাঝখান থেকে সমান ভাবে গোল করে কেটে নিয়েছি । তার পর ভেতরের লাল অংশ টা একটা চামচ দিয়ে কেটে কেটে তুলে নিয়েছি ।

  2. 2

    তার পর একটা মিক্সি জারে তরমুজ ' চিনি ' বিটলবন ' কয়েক টুকরো বরফ ও পুদিনা পাতা একসঙ্গে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি ।আমি এখানে পুদিনা পাতা টা দিয়েছি তাতে খুব সুন্দর একটা স্বাদ ও গন্ধ পাওয়া যাবে তাই ।

  3. 3

    তার পর একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি।তার পর ওর মধ্যে লেবুর রস মিশিয়ে নিয়েছি ।ব্যাস রেডি তরমুজের জুস ।

  4. 4

    এবার আইসক্রিম বানানোর জন্য তরমুজের জুস টা থেকে কিছুটা নিয়ে নিয়েছি ।একটা বাটির মধ্যে এক চা চামচ কর্ণ ফ্লাওয়ার নিয়ে অল্প জলে গুলে তার পর একটা চায়ের কাপে দেরকাপ জল ও এক টেবিল চামচ চিনি দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি ।

  5. 5

    তার পর কর্ণ ফ্লাওয়ারের জল টা একটু ঠান্ডা হলে তার মধ্যে তরমুজের জুস টা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি । আমি সামান্য একটু রেড ফুড কালার দিয়েছি ।

  6. 6

    নিয়ে তরমুজের খোলার মধ্যে মিশ্রণ টা ঢেলে দিয়েছি ।ওপরে একটা ঢাকা দিয়ে ডিপ ফ্রিজে 15 ঘন্টা জমতে দিয়েছি ।

  7. 7

    তার পর বের করে একটা ছুরি দিয়ে তরমুজ যে ভাবে কাটে সেই ভাবে কেটে পরিবেশন করেছি ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Prasadi Debnath
Prasadi Debnath @cook_16030395
Murarai, Birbhum

Similar Recipes