পালং শাক বেসারা (palong shak besara recipe in Bengali)

Susmita Mitra
Susmita Mitra @Mitra_susmita
Konnagar

#GA4
#Week16

এই সপ্তাহের ছক অনুযায়ী আমি ওড়িশার রান্না করেছি। এটি পালং শাকের একটি নিরামিষ পদ যার সাথে বাঙালি রান্না পালং শাকের ঘন্টের মিল পাবেন। কিন্তু একটাই পার্থক্য এতে ফোড়নে রসুন কুচি থাকে আর শেষে নারকেল বাটা দেওয়া হয়।

পালং শাক বেসারা (palong shak besara recipe in Bengali)

#GA4
#Week16

এই সপ্তাহের ছক অনুযায়ী আমি ওড়িশার রান্না করেছি। এটি পালং শাকের একটি নিরামিষ পদ যার সাথে বাঙালি রান্না পালং শাকের ঘন্টের মিল পাবেন। কিন্তু একটাই পার্থক্য এতে ফোড়নে রসুন কুচি থাকে আর শেষে নারকেল বাটা দেওয়া হয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20 মিনিট
4 সারভিংস
  1. 1 আঁটিপালং শাক
  2. 1 চা চামচকুচোনো রসুন
  3. 1 চা চামচপাঁচফোড়ন
  4. 2 টিশুকনো লংকা
  5. 4 টিকাঁচালংকা
  6. স্বাদ অনুযায়ীলম্বা করে কাটা পছন্দ মত সবজি (আলু, বেগুন, কুমড়ো, মুলো, গাজর)
  7. 1 কাপছোলার ডাল বাটা
  8. স্বাদ মতোনুন আর চিনি
  9. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  10. 1/2 চা চামচজিরে গুঁড়ো
  11. 4 টেবিল চামচসরষের তেল
  12. 2 চা চামচনারকেল বাটা
  13. 1 চা চামচঘি

রান্নার নির্দেশ সমূহ

20 মিনিট
  1. 1

    ছোলার ডাল বাটা এক চিমটি নুন হলুদ দিয়ে ফেটিয়ে ছোট ছোট বড়া ভেজে তুলে নিন।

  2. 2

    ঐ তেলে শুকনো লংকা, পাঁচফোড়ন আর রসুন কুচি দিন।

  3. 3

    এবার ওর মধ্যে কেটে রাখা সবজি, নুন, চিনি, হলুদ, জিরে গুঁড়ো দিয়ে কষুন।

  4. 4

    কুচিয়ে রাখা পালং শাক দিয়ে ঢেকে অল্প আচে সেদ্ধ হতে দিন।

  5. 5

    সবজি নরম হয়ে জল শুকিয়ে গেলে নারকেল বাটা, ঘি আর ভেজে রাখা বড়া মিশিয়ে নামিয়ে নিন।

  6. 6

    গরম ভাতের সাথে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Susmita Mitra
Susmita Mitra @Mitra_susmita
Konnagar

Similar Recipes