রকস্টার পনির উইথ উইন্টার ভেজিটেবলস(rock star paneer with wintet vegetables recipe in Bengali)

Sonia Saha
Sonia Saha @cook_28058297

#funny_dish
এটা দেখতে যেরকম কালারফুল খেতেও তেমনই সুস্বাদু। আর শীতকালীন মোটামুটি সব রকমের সব্জী এবং পনীর থাকায় এটি হেলদিও।

রকস্টার পনির উইথ উইন্টার ভেজিটেবলস(rock star paneer with wintet vegetables recipe in Bengali)

#funny_dish
এটা দেখতে যেরকম কালারফুল খেতেও তেমনই সুস্বাদু। আর শীতকালীন মোটামুটি সব রকমের সব্জী এবং পনীর থাকায় এটি হেলদিও।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪ জন
  1. ১ টা আলু (ডুমো করে কাটা)
  2. ১ টা ছোট ফুলকপি (ছোট করে টুকরো করা)
  3. ১ টা গাজর (ডুমো করে কাটা)
  4. ১ টা ব্রোকলি (ছোট করে কাটা)
  5. ৫০ গ্রাম মটরশুঁটি (খোসা থেকে ছাড়ানো)
  6. ৪০ গ্রাম বিন্স (ছোট করে টুকরো করা)
  7. ১ টা টমেটো (কুচি করে কাটা)
  8. ১৫০ গ্রাম পনির (কিউব করে কাটা)
  9. ৪ টে কাঁচালঙ্কা চেরা
  10. ১ টা ক‍্যাপ্সিকাম (কিউব করে  কাটা)
  11. ২ চা চামচ কাজুবাদাম বাটা
  12. ২ চা চামচ চারমগজ বাটা
  13. ১ চা চামচ জিরে বাটা
  14. ১ বাটি দুধ
  15. ১০ টা গোটা কাজুবাদাম
  16. ২০ টা গোটা কিসমিস
  17. স্বাদ মতনুন
  18. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  19. ২ টেবিল চামচ মাখন
  20. ৪ চা চামচ সাদাতেল
  21. প্রয়োজন অনুযায়ীগোটা গরমমসলা (২ টো এলাচ, ৪ টে লবঙ্গ ১ ইঞ্চি দারচিনি)
  22. ১ টেবিল চামচ ঘি

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে একটা প‍্যানে পরিমাণমতো জল নিয়ে তাতে সব সব্জীগুলো আর আন্দাজমতো নুন দিয়ে একটু ভাপিয়ে সব্জীগুলো জল ঝড়িয়ে রাখতে হবে।

  2. 2

    এরপর অন্য একটা প‍্যানে ২ চামচ মাখন দিয়ে পনীর গুলো সামান্য নুন মাখিয়ে হালকা ভেজে তুলে রাখতে হবে।

  3. 3

    এরপর ঐ প‍্যানে ৪ চামচ সাদাতেল দিয়ে তাতে গোটা গরমমসলা ফোড়ন দিয়ে ভাপিয়ে রাখা সব্জীগুলো আর আন্দাজমতো নুন হলুদ এবং টমেটো কুচি দিয়ে একটু ভাজতে হবে।

  4. 4

    এরপর একে একে জিরে বাটা, কাজুবাদাম বাটা, চারমগজ বাটা, দুধ, আন্দাজমতো নুন দিয়ে ভালোকরে কষাতে হবে।

  5. 5

    এরপর পনীর দিয়ে একটু ফুটিয়ে গ্রেভি শুকিয়ে এলে ১ চামচ চিনি আর ১ চামচ ঘি আর গোটা কাজুবাদাম, কিসমিস দিয়ে নামিয়ে নিতে হবে।

  6. 6

    এরপর বাঁধাকপির পাতায় সাজিয়ে পরিবেসন করতে হবে রকস্টার পনীর উইথ উইন্টার ভেজিটেবলস্।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sonia Saha
Sonia Saha @cook_28058297

মন্তব্যগুলি

Similar Recipes