ভেটকির ফিশফ্রাই (vetkir fish fry recipe in Bengali)

Rina Khan
Rina Khan @Rinajhilthoi

ভেটকির ফিশফ্রাই (vetkir fish fry recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২পর্যায়ে মিলে ১ঘন্টা
4জনের জন্য
  1. ৪টিভেটকির ফিলে
  2. ১চা চামচরসুন বাটা
  3. ১চা চামচভিনিগার
  4. স্বাদমতলবণ
  5. ১চা চামচকাঁচালঙ্কা বাটা
  6. ১টিডিম
  7. প্রয়োজন অনুযায়ীবেশ কিছুটা ব্রেডক্রাম্ব
  8. প্রয়োজন মততেল ডিপফ্রাই এর জন্য
  9. পরিমান মতোপরিবেশন এর জন্য স্যালাড ও সস বা কাসুন্দি

রান্নার নির্দেশ সমূহ

২পর্যায়ে মিলে ১ঘন্টা
  1. 1

    প্রথমে ভেটকির ফিলেগুলোকে লবণ,রসুন বাটা,কাঁচা লঙ্কা বাটা ও ভিনিগার দিয়ে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখতে হবে।

  2. 2

    অন্য আর একটি বাটিতে ডিম ফেটিয়ে রাখতে হবে। 15 মিনিট পর মাছগুলিকে একটি একটি করে ফেটানো ডিমের গুলুনিতে ডুবিয়ে নিতে হবে এবং ব্রেডক্রাম্ব মাখিয়ে নিতে হবে। এক্ষেত্রে মনে রাখা প্রয়োজন যে সবগুলিকেই ডাবল কোট করে নিতে হবে।

  3. 3

    ডবল কোট হয়ে গেলে আধঘন্টার(30 মিনিট) জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে।

  4. 4

    আধঘন্টা পর ফ্রিজ থেকে সেগুলোকে বার করে ডুবো তেলে মিডিয়াম গ্যাসে ভেজে নিলেই হয়ে গেল ভেটকির ফিশফ্রাই।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Rina Khan
Rina Khan @Rinajhilthoi

Similar Recipes